বাজারে এবার পুরুষদের জন্য 'ব্রা', উপকারিতা শুনলে চমকে যাবেন...
Last Updated:
#জাপান: একমাত্র নারীরাই অন্তর্বাস হিসেবে ব্রাসিয়ার বা ব্রা পরেন... এমনটাই আশৈশব জানা! কিন্তু এবার চিন্তাধারা বদলের পালা! বাজারে এল পুরুষদের জন্য ব্রা! জাপানের এক অনলাইন লিঙ্গারি বিক্রয় সংস্থা এই অন্তর্বাসের কালেকশন লঞ্চ করেছে।
বিক্রয় সংস্থার দাবি, তারাই বিশ্বে প্রথম এই জাতীয় ব্রা বাজারে আনল। বিশেষভাবে তৈরি এই অন্তর্বাসের রয়েছে বিশেষ গুণ! পুরুষদের দেহ ও মনে প্রশান্তি ডেকে আনবে, রাতে ঘুমের সমস্যাও গায়েব হবে। জাপানি ভাষায় কালেকশনের নাম রাখা হয়েছে ‘কাহেই ওয়াসুমি ব্রা’।
চিকিৎসকদের মতে, অনেকসময়ই পুরুষ স্তন স্বাভাবিক আকারের থেকে বৃদ্ধি পায়! সবসময় যে তা অতিরিক্ত চর্বির জন্যই হয় এমনটা নয়, ক্লিনিকাল গাইনোকাস্টিয়া হরমোনের ভারসাম্যহীনতা, এস্ট্রোজেনের উচ্চ মাত্রা বা টেস্টোস্টেরেণের নিম্ন মাত্রার কারণেও পুরুষ স্তন বৃদ্ধি পায়। সে ক্ষেত্রে বিশেষভাবে প্রস্তুত করা এই ব্রা পরলে সমাধান মিলবে। এক-একটি ব্রায়ের দাম ৩০ ডলার যা ভারতীয় মূদ্রায় ২,০৮১ টাকা।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 20, 2019 11:12 PM IST