#চিয়াং রাই: অবশেষে তিন দিনের রুদ্ধশ্বাস লড়াই শেষ ৷ থাইল্যান্ডের গুহার ভিতর থেকে উদ্ধার ১২জন ফুটবলার এবং তাদের কোচ ৷ জলে ডুবে যাওয়া গুহার ভিতর থেকে সকলকেই সুস্থভাবে উদ্ধার করা হয়েছে ৷ তবে, জলের মধ্যে ঘন অন্ধকারের মধ্যে থেকে তাদের শারিরীক কিংবা মানসিক কোনও সমস্যা দেখা দিয়েছে কি না সেটি পরীক্ষা নিরীক্ষা করার জন্যই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদেরকে ৷
তবে, থাইল্যান্ডের গুহার ভিতরে ১৭ দিন আটকে থাকা ৷ এরপর তাদের উদ্ধারের কাহিনী শুনলে চমকে গিয়েছেন অনেকেই ৷ ফুটবল দলের একজনকে সারপ্রাইজ দিতে চেয়েছিলেন বাকি ফুটবলাররা ৷ আর সেই সারপ্রাইড প্ল্যান বানাতে গিয়েই থাইল্যান্ডের দুর্গম থাম লুয়াং গুহায় আটকে পড়ে তারা ৷ আর তাদের উদ্ধার করতেই ঝাপিয়ে পড়েন প্রশিক্ষিত ডুবুরিরা ৷ এছাড়াও তাদের সঙ্গে ছিলেন অস্ট্রেলিয় ডাক্তার এবং থাই নেভির দল ৷
তবে, গুহায় আটকে থাকার পর প্রথম ন’দিন কোনও খোঁজ মেলেনি ওই দলটির ৷ এরপর তাদের সঙ্গে থাকা সামান্য স্ন্যাকস খেয়েই দিন গুজরান করছিলেন তারা ৷ তবে, নিখোঁজ হওয়ার পর প্রথম ন’দিন কোনও খোঁজ মেলেনি তাদের ৷ গুহার সামনে থাকা একটা সাইকেল থেকেই খোঁজ মেলে তাদের ৷ এরপরই শুরু হয় উদ্ধারকাজ ৷ জলে ডুবে থাকা অন্ধকার গুহার মধ্যে দিয়ে প্রাণ হাতে করে উদ্ধার করতে ঝাঁপিয়ে পড়েছিলেন প্রশিক্ষিত ডুবুরিরা ৷ কীভাবে সম্ভব হল এই উদ্ধারকাজ ?
দেখুন ভিডিও-
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Football Team, Thai Navy SEAL, Thailand