বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে উঠে আসছে তাঁর নাম, ১৭ বছর পর দেশে ফিরছেন তারেক রহমান! আশায় বুক বাঁধছে BNP
- Published by:Tias Banerjee
Last Updated:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বৃহস্পতিবার তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে ৫০ লক্ষ সমর্থক নিয়ে শক্তি প্রদর্শনের পরিকল্পনা করেছে, নির্বাচনে সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রায় ১৭ বছরের নির্বাসন কাটিয়ে বৃহস্পতিবার দলের নেতা তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে শক্তি প্রদর্শনের পরিকল্পনা করেছে। দলের লক্ষ্য, অন্তত ৫০ লক্ষ সমর্থককে একত্রিত করে তারেক রহমানকে স্বাগত জানানো। ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে চলা নির্বাচনে সম্ভাব্য প্রধানমন্ত্রী পদপ্রার্থী হিসেবে তারেক রহমানের আবির্ভাবের প্রেক্ষিতেই এই কর্মসূচিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
৬০ বছর বয়সি তারেক রহমান অসুস্থ প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র এবং বিএনপির কার্যনির্বাহী চেয়ারম্যান। আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারিত সংসদীয় নির্বাচনে বিএনপি বড়সড় সাফল্য পেতে পারে বলেই রাজনৈতিক মহলের একাংশের ধারণা।
advertisement

advertisement
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বুধবার এক সাংবাদিক বৈঠকে তারেক রহমানের দেশে ফেরার পর প্রথম তিন দিনের কর্মসূচির রূপরেখা তুলে ধরেন।
তিনি জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্যরাই বিমানবন্দরে তারেক রহমানকে অভ্যর্থনা জানাবেন। সেখান থেকে তিনি ৩০০ ফুট সড়ক ধরে নির্ধারিত অভ্যর্থনা মঞ্চে পৌঁছবেন। ওই অনুষ্ঠানে দলের নেতাকর্মীরা তারেক রহমানকে সংবর্ধনা জানাবেন এবং পরে তিনি সেখানে ভাষণ দেবেন।
advertisement
সংবর্ধনা অনুষ্ঠান শেষ হওয়ার পর তারেক রহমান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে বিমানবন্দর সড়ক ও কাকলি মোড় হয়ে তিনি গুলশান-২-এর বাসভবনে পৌঁছবেন। এই পর্যন্তই তারেক রহমানের প্রথম দিনের কর্মসূচি চূড়ান্ত হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
২৭ ডিসেম্বর, শনিবার তারেক রহমান জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। তিনি নিজে আগারগাঁওয়ের নির্বাচন কমিশন দফতরে যাবেন কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে ওই দিনই তাঁর ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হবে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
advertisement
এরপর তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গিয়ে শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করবেন। পরে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে দেখা করতে তিনি শ্যামলীর জাতীয় অর্থোপেডিক পুনর্বাসন ইনস্টিটিউট, অর্থাৎ পঙ্গু হাসপাতালে যাবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Other
First Published :
Dec 24, 2025 8:48 PM IST







