BNP leader Rizvi attacks Mamata Banerjee: 'আমরা কি আমলকি চুষব?' মমতাকে জবাব দিয়ে তীব্র আক্রমণ বিএনপি নেতা রিজভির
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাব দিলেন বিতর্কিত বিএনপি নেতা রুহুল কবীর রিজভি৷
ঢাকা: বাংলাদেশের প্রাক্তন সেনাকর্তারা চার দিনে কলকাতা দখলের হুমকি দেওয়ার পর গতকাল বিধানসভায় তার জবাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শান্তি বজায় রাখার আবেদন জানিয়েও তিনি বলেছিলেন, ‘আপনারা সব দখল করে নেবেন আর আমরা কি ললিপপ চুষব?’
চব্বিশ ঘণ্টা কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের জবাব দিলেন বিতর্কিত বিএনপি নেতা রুহুল কবীর রিজভি৷ এ দিন মুখ্যমন্ত্রীর ললিপপ মন্তব্যকে কটাক্ষ করে তাঁর পাল্টা জবাব, ‘আমরা কি বসে বসে আমলকি চুষব?’
আরও পড়ুন: কলকাতা দখলের হুমকি, বাস্তবে কতটা শক্তিশালী বাংলাদেশের সেনাবাহিনী? ভারতের সঙ্গে ফারাক কতটা?
advertisement
advertisement
গত কয়েকদিন ধরেই বাংলাদেশে ভারত বিরোধিতার প্রবল জিগির তুলেছেন রিজভির মতো বিএনপি নেতারা৷ ভারত বিদ্বেষ দেখাতে গিয়ে এ দেশে তৈরি শাড়ি পুড়িয়েছেন রিজভি৷ এ দিন বিছানার চাদরও পোড়ান তিনি৷ বিএনপির একটি স্থানীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে রিজভি বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ধর্মনিরপেক্ষ, মানবতাবাদী, অসাম্প্রদায়িক মানুষ হিসেবে জানতাম৷ কিন্তু আপনার মধ্যেও যে প্রবল হিন্দুত্ববাদ লুকিয়ে রয়েছে, সেটা বোঝা গেল যখন আপনি বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর কথা বললেন৷ আপনি আন্তর্জাতিক আইন সম্পর্কে কিছুই জানেন না৷ অর্বাচীনের মতো মন্তব্য করলেন৷’ এর পরেই রিজভি বলেন, ‘আপনারা যদি চট্টগ্রামের দিকে তাকান তাহলে কি আমরা আমলকি চুষব?’
advertisement
গতকাল পশ্চিমবঙ্গ বিধানসভার অধিবেশন চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘কেউ কেউ বলছেন, বাংলা-বিহার-ওড়িশা দখল করে নেবেন৷ আপনারা দখল করে নেবেন আর আমরা কি বসে ললিপপ চুষব? তবে আমরা হিংসা চাই না, আমরা চাই শান্তি ফিরুক৷ কেউ এমন কিছু করবেন না যাতে উত্তেজনা বাড়ে৷ কেন্দ্রীয় সরকার যে পদক্ষেপ করবে, আমরা তাকে সমর্থন করব৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 10, 2024 5:15 PM IST