বেজিং-এ মার্কিন দূতাবাসের সামনে হামলার ঘটনায় চাঞ্চল্য
Last Updated:
বেজিং-এর চ্যায়ংগঙের মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ খবর পাওয়া গিয়েছে ৷ যে বহুতলে দূতবাসের দফতর রয়েছে তার সামনে এক মহিলার গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ৷ চিনা সংবাদমাধ্যম সূত্রের এমন খবর ৷
#বেজিং: বেজিং-এর চ্যায়ংগঙের মার্কিন দূতাবাসের সামনে বিস্ফোরণ খবর পাওয়া গিয়েছে ৷ যে বহুতলে দূতবাসের দফতর রয়েছে তার সামনে এক মহিলার গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ৷ চিনা সংবাদমাধ্যম সূত্রের এমন খবর ৷ অন্যদিকে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, বহুতলে আগুন জ্বলতে দেখেন তারা ৷ হতাহতের কথাও উল্লেখ করেছেন ঘটনাস্থলে থাকা মানুষজন ৷ যদিও এবিষয় নিশ্চিতভাবে কিছু জানানো হয়নি ৷
advertisement
এমনিতেই বিভিন্ন শহরে সন্ত্রাসবাদী হামলার লক্ষ্য থাকে মার্কিন দূতাবাসগুলো ৷ বহুবার নাশকারার খবরও পাওয়া গিয়েছে বিশ্বের বিভিন্ন জায়গায় অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে থেকে ৷ তবে ভয়াবহ ঘটনা ছিল কেনিয়ার নাইরোবি ও তানজানিয়ার দার-এস-সলামে ৷ নাশকতার পিছনে ছিল ওসামা বিন লাদেনের হাত যাতে মৃত্যু হয়েছিল প্রায় ২২৪ জন ৷
advertisement
Small explosion outside of US embassy in Beijing. The person detonated a small device, according to US official. That person injured, no one else hurt. Police trying to not let us film, as expected. Scene winding down, cops relaxed pic.twitter.com/Y9ex92xna0
— Matt Rivers (@MattRiversCNN) July 26, 2018
advertisement
Current situation at the U.S Embassy in Beijing China. @CNN @CNBC @CNBCnow @WSJ @FT @nytimes @IOStoken pic.twitter.com/UMz09WTa9U
— Jimmy Zhong (@jimmyzhong_iost) July 26, 2018
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 26, 2018 12:28 PM IST