NASA Webb space telescope images: এই 'পাহাড়ে'ই জন্ম হচ্ছে শত শত নক্ষত্রের? তারার আঁতুড়ঘরের অভাবনীয় ছবি প্রকাশ করল NASA
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Carina Nebula James Webb Telescope Image: নাসা যে শেষ ছবিটি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে NGC 3324 নামের ক্যারিনা নেবুলার একটি নক্ষত্রগঠন অঞ্চল, বলা যেতে পারে অজস্র তারার আঁতুড়ঘর
Carina Nebula: এই মহাবিশ্বে পৃথিবী কোথায়? এত এত নক্ষত্রপুঞ্জ, এত এত তারার মাঝে কোন এক ছোট্ট জায়গায় পৃথিবী, যার তিন ভাগই জল, মাত্র একভাগ স্থলে মানবের সভ্যতা! NASA সম্প্রতি মহাবিশ্বের এমন কিছু ছবি প্রকাশ করেছে যা এই প্রশ্ন জাগিয়ে তুলেছে অবধারিত ভাবে। নাসা যে শেষ ছবিটি প্রকাশ করেছে তাতে দেখা যাচ্ছে NGC 3324 নামের ক্যারিনা নেবুলার একটি নক্ষত্রগঠন অঞ্চল, বলা যেতে পারে অজস্র তারার আঁতুড়ঘর এবং এই ছবিতে ‘পাহাড়’, ‘উপত্যকা’ সব ঝকমকে নক্ষত্রে ঢাকা। জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে এই প্রথমবার ইনফ্রারেডে তোলা নতুন ছবিটিতে নক্ষত্রের জন্মের ঠিক পূর্বে অবস্থানগুলি দেখা যাচ্ছে।
ছবিটি দেখে মনে হচ্ছে, জ্যোৎস্না-স্নাত এক সন্ধ্যায় মাথা তুলে রয়েছে রুক্ষ পর্বত। প্রকৃতপক্ষে, এটি নীহারিকা অঞ্চলের মধ্যে দৈত্যাকার গ্যাসীয় গহ্বরের প্রান্ত এবং নীহারিকার কিছু উচ্চতম ‘শিখর’ যা প্রায় ৭ আলোকবর্ষ দূরে অবস্থিত। ছবিতে দেখা যাচ্ছে কেন্দ্রে অবস্থিত অত্যন্ত তপ্ত তরুণ নক্ষত্র থেকে তীব্র অতিবেগুনি রশ্মির বিকিরণ৷
advertisement
advertisement

এই তরুণ নক্ষত্রের তীব্র অতিবেগুনি বিকিরণ ধীরে ধীরে এটিকে দূর করে দিচ্ছে। কিছু ‘পিলার টাওয়ার’ গ্যাসের প্রাচীর তারার এই বিকিরণ প্রতিরোধ করে। ‘পাহাড়’ থেকে বাষ্পের মতো যা দেখা যাচ্ছে তা আসলে গরম আয়নযুক্ত গ্যাস এবং বিকিরণের কারণে নীহারিকা থেকে দূরে প্রবাহিত গরম ধুলো।
advertisement
দূরবর্তী গ্রহের বায়ুমণ্ডলের তথ্য সহ জেমস ওয়েব স্পেস টেলিস্কোপ থেকে নেওয়া তিনটি ছবি প্রকাশ করেছে ন্যাশনাল অ্যারোনটিক্স স্পেস অ্যাডমিনিস্ট্রেশন (NASA)। প্রকাশিত প্রথম ছবিটিতে গ্যালাক্সি ক্লাস্টার SMACS 0723 দেখা যাচ্ছে যা Webb's First Deep Field নামেও পরিচিত। ছবিটি বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্যে তোলা বিভিন্ন চিত্র থেকে তৈরি একটি যৌগ। এটি নিয়ার-ইনফ্রারেড ক্যামেরা (NIRCam) দিয়ে তোলা ছবি ব্যবহার করে তৈরি করা হয়েছে।
advertisement
NASA তারপর কারিনা নেবুলা, WASP-96 b (স্পেকট্রাম ডেটা), সাউদার্ন রিং নেবুলা এবং স্টিফেনস কুইন্টেট ছবি প্রকাশ করেছে। WASP-96B-এর স্পেকট্রাম ডেটা প্রথমবার দূরবর্তী এক্সোপ্ল্যানেটে জলীয় বাষ্পের উপস্থিতি প্রকাশ করেছে। সাদার্ন রিং নেবুলার ছবিটি একটি মৃত নক্ষত্রের ‘শেষ নাচ’ তুলে ধরা হয়েছে। Stephan's Quintet-এর ছবিটি গ্যালাক্সি এবং ব্ল্যাক হোলের বিবর্তনের উপর নতুন এক ভাবনার জন্ম দিয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 13, 2022 10:11 AM IST