ছবি বিভ্রাট, ভারতীয় সংবাদমাধ্যমে একহাত নিলেন ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী
Last Updated:
#থিম্পু: দ্বিতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ আর সেই কারণে আজ রাইসিনা হিলসে বসেছিল শপত গ্রহণ অনুষ্ঠানের আসর ৷ সেখানে হাজির ছিলেন বিশ্বের তাবড় রাষ্ট্রনেতারা ৷ প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে এসেছিলেন ভুটানের বর্তমান প্রধানমন্ত্রী লোটে শেরিং ৷
কিন্তু তাঁর ভুল ছবি সম্প্রচারিত হওয়ায় এর পরেই ক্ষোভে ফেটে পড়েন ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রী শোরিং তোগবে ৷ ভুটানের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথগ্রহণ অনুষ্ঠানে আসছেন এই খবরটি কভার করতে গিয়ে কোনও সংবাদমাধ্যম তাঁর ছবির জায়গায় ভুটানের প্রাক্তন প্রধানমন্ত্রীর ছবি সম্প্রচারিত করে ফেলে ৷ একজন রাষ্ট্রনেতার পরিচয় নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের ঔদাসীন্য নিয়েই প্রশ্ন তুলে ধরেন শেরিং ৷ ট্যুইটারে তিনি লেখেন,‘‘ভারতীয় গণমাধ্যম তো অস্ত্র তুলে নেবে ৷ যদি অন্য কোনও দেশে তাঁদের প্রধানমন্ত্রীর নাম ভুল বলে ৷ মানছি ভুটান খুব ছোট দেশ ৷ কিন্তু ভারতের প্রতিবেশী রাষ্ট্র ৷ খুব ভাল বন্ধু রাষ্ট্র ৷’’তোবগে’র এই ট্যুইট সামনে আসতেই সমালোচনার ঝড় বয়ে গিয়েছে ৷
advertisement
India’s media would be up in arms if any other country got the picture of their PM wrong. Yet they continue to embarrass themselves and insult us when it comes to identifying our PM. Bhutan may be small, but she is India’s close neighbour and a very close friend. pic.twitter.com/AwBHF6WKqQ
— Tshering Tobgay (@tsheringtobgay) May 30, 2019
advertisement
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 31, 2019 12:07 AM IST