Beautiful Couple: ২ বছর বয়স থেকে হুইলচেয়ারে স্বামী, নেটিজেনদের কুৎসিত ট্রোলের শিকার স্ত্রী

Last Updated:

পেশায় কনটেন্ট ক্রিয়েটর হান্না শেনকে বিয়ে করে সুখী জীবনযাপন করছেন। দু'জনেই সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ এবং ইতিমধ্যেই তাঁদের লক্ষ লক্ষ ফলোয়ারও তৈরি হয়েছে

#নয়াদিল্লি: দু'জন মানুষ যখন প্রেমে পড়েন, তখন তারা একে অপরের খামতি দেখেন না। হয় তো এই কারণেই বলা হয় প্রেম অন্ধ। কিন্তু অনেক সময় অনেক প্রেমকাহিনীই এতটা অবাস্তব শোনায় যে তা নিয়ে সমালোচনার শেষ থাকে না। আমেরিকার এক দম্পতিও সম্প্রতি এমনই এক ঘটনার সম্মুখীন হয়েছেন। তাঁরা দু'জনেই একে অপরকে খুব ভালবাসেন, কিন্তু দুঃখজনক বিষয় যে ওই মহিলার স্বামী হাঁটতে পারেন না,  শৈশব থেকেই তাঁর শারীরিক বিকাশ ঘটেনি।
২৯ বছর বয়সী আমেরিকার শেন বারকাউ (Shane Burcaw) একজন লেখক। তিনি ২ বছর বয়স থেকে হুইলচেয়ারের ওপরেই নির্ভরশীল। প্রকৃতপক্ষে, শেন মেরুদণ্ডের পেশির অ্যাট্রোফি নিয়ে জন্মগ্রহণ করেছিলেন। এই অবস্থায়, পেশি নিয়ন্ত্রণকারী স্নায়ু এবং মস্তিষ্কের মধ্যে সংযোগগুলি ভঙ্গুর হয়। সে ক্ষেত্রে মাংসপেশি খুবই দুর্বল হয়ে পড়ে এবং মানুষ না হাঁটতে পারে, না শরীরের বিকাশ হয়। এই কঠিন জীবনে তাঁর স্ত্রী হান্না আইলওয়ার্ডই (Hannah Aylward) তাঁর সবচেয়ে কাছের এবং বিশ্বস্ত জীবনসঙ্গী।
advertisement
পেশায় কনটেন্ট ক্রিয়েটর হান্না শেনকে বিয়ে করে সুখী জীবনযাপন করছেন। দু'জনেই সোশ্যাল মিডিয়ায় বেশ পরিচিত মুখ এবং ইতিমধ্যেই তাঁদের লক্ষ লক্ষ ফলোয়ারও তৈরি হয়েছে। তবে এই দম্পতিকে সমস্যায় ফেলেছে ট্রোল। এই নিয়ে সম্প্রতি তাঁরা মুখও খুলেছেন। হান্না জানান যে তাঁর রূপ দেখে পুরুষরা প্রায়ই বলেন যে হান্নার উচিত ছিল শক্তসামর্থ্য কোনও পুরুষকে বিয়ে করা। শেন-এর মতো ব্যক্তি তাঁর জীবনে শোভা পায় না।
advertisement
advertisement
হান্না আরও বলেছেন যে লোকেরা প্রায়শই এই ধরনের কথা নিয়ে প্রশ্ন তোলে যে শেন হানাকে শারীরিক আনন্দ দিতে পারেন না। ঠিক যে ভাবে কোনও সুস্থ স্বাভাবিক পুরুষরা তাঁকে দিতে পারে, শেন না কি তাঁকে সঠিক ভাবে ভালবাসতেও জানেন না। অনেকে আবার মনে করেন এই ধরনের দম্পতিরা সন্তানধারণেও অক্ষম। এর জবাবে হান্না বলেন, শেনের সঙ্গে শারীরিক ও মানসিক উভয় ভাবেই অনেক সুখী হয়েছেন। ট্রোলারদের চুপ করিয়ে দিয়ে তিনি বলেছেন যে তাঁরা দু'জনেই একে অপরের সঙ্গে ঘনিষ্ঠ আবেগে সংযুক্ত, তাই জীবনে অন্যান্য জিনিসগুলি তাঁদের কাছে আদৌ গুরুত্বপূর্ণ নয়। তিনি আরও বলেছেন যে তাঁর সাহচর্যে শেন এখন নিজের জীবনকেও ভালোভাবে উপভোগ করতে শুরু করেছেন এবং তাঁরা উভয়েই খুব সুখী।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Beautiful Couple: ২ বছর বয়স থেকে হুইলচেয়ারে স্বামী, নেটিজেনদের কুৎসিত ট্রোলের শিকার স্ত্রী
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement