স্ত্রীর সঙ্গে ঝামেলা হওয়ায় বিমান অপহরণ! কাছে ছিল খেলনা পিস্তল!
Last Updated:
ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে রওনা হওয়ার পরই বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে।
#চট্টগ্রাম: বাংলাদেশ বিমানে অপহরণ নাটক শেষ হয়েছে ৷ সেনার গুলিতে প্রাণ গিয়েছে বন্দুকবাজের ৷ নিহতের নাম মানাফি বলে জানা গিয়েছে। বিমানে ছিলেন মোট ১৪২ জন যাত্রী। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সরকার। তবে সোমবার ১১টা পর্যন্ত ওই ব্যক্তির লাশ নিতে কোনও আত্মীয়-পরিজন আসেননি বলে খবর ৷ তরুণের লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে ৷ এখনও এই ঘটনায় কোনও মামলাও দায়ের হয়নি বলে খবর ৷
তবে চট্টগ্রাম পুলিশের সিনিয়র অফিসার কুসুম দেওয়ান সূত্রে জানা গিয়েছে, মানাফি যে পিস্তলটি নিয়ে হুমকি দিয়েছিল তা একটি খেলনা পিস্তল ছিল ৷ শুধু তাই নয়, তাঁর দেহেও কোনও বোমা ছিল না ৷ মনে করা হচ্ছে, ওই ব্যক্তি মানসিকভাবে সুস্থ ছিলেন না ৷ এমনকি পাইলটকে হুমকি দেওয়ার সময় তিনি স্ত্রীর সঙ্গে ঝামেলার কথা বলেছিলেন ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করার দাবিও তুলেছিলেন বারবার ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, তদন্ত প্রক্রিয়া এখনও চলছে ৷ তাই কোনও কিছু নিয়েই এখন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি আধিকারিকরা ৷
advertisement
Bangladesh attemped hijack update : Flight BG-147 Boeing 737-800 sits on the tarmac at Chittagong's Shah Amanat International Airport. At least 2 crew members still behing held hostage at this time. #Chittagong Video By : pic.twitter.com/1yPrycIrMN
— Shark NewsWires (@SharkNewsWires) February 24, 2019
advertisement
advertisement
গতকাল ময়ূরপঙ্খী বিমানের (বিজি-১৪৭ ফ্লাইট) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিকেল ৫টা ৫ মিনিটে ছেড়ে চট্টগ্রাম হয়ে দুবাই যাওয়ার কথা ছিল। ঢাকা থেকে রওনা হওয়ার পরই বিমানটি ছিনতাইকারীর কবলে পড়ে। প্রায় দু’ঘণ্টা টান টান নাটকের পর অবশেষে অপহরণকারীকে গুলি করে সেনা ৷ ২৫ বছর বয়সী ওই তরুণের নাম মাহাদী বলে গতকাল রাতে বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে এক ব্রিফিং জানানো হয়। তবে তাঁর পুরো পরিচয় পাওয়া যায়নি। বিমান ছিনতাইয়ের চেষ্টা করার কারণও জানা যায়নি।
Location :
First Published :
February 25, 2019 12:39 PM IST