Bangladesh news: অবশেষে বাংলাদেশি অভিনেত্রী শাওন এবং সাবাকে ছাড়ল পুলিশ! ইউনূসের সমালোচনার জেরে হেনস্থা?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Bangladesh news: সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দিয়েছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ।
ঢাকা: সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী অভিনেত্রী মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পরে ছেড়ে দিয়েছে বাংলাদেশের গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর দুই অভিনেত্রীকে ছেড়ে দেওয়ার বিষয়টি সংবাদমাধ্যমকে জানান।
advertisement
শুক্রবার সন্ধ্যা ছ’টা নাগাদ তিনি বাংলাদেশের সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেছিলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাঁদের দুজনকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছিল। বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসাবাদের পর দুজনকেই ছেড়ে দেওয়া হয়েছে”। বৃহস্পতিবার সন্ধ্যায় মেহের আফরোজ এবং মধ্যরাতে অভিনেত্রী সোহানা সাবাকে আটক করে বাংলাদেশ পুলিশের গোয়েন্দা বিভাগ। দুই অভিনেত্রীই ইউনূস সরকারের সমালোচক হিসাবে পরিচিত।
advertisement
শাওন প্রয়াত সাহিত্যিক হুমায়ুন আহমেদের স্ত্রী। মুহাম্মদ ইউনূসের আমলে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন-সহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সমালোচনা করেছিলেন শাওন এবং শোভা। সেই জন্যই তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে অনেকে দাবি করেছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
February 07, 2025 8:32 PM IST








