বাংলাদেশ সফর বাতিল করতে পারেন অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা !
Last Updated:
প্রায় এক মাস হতে চললেও বাংলাদেশ সফর নিয়ে গড়িমসি চলছেই ক্যাঙারু ক্রিকেট বোর্ড এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে ৷
#সিডনি: বাংলাদেশ সফরে আদৌ অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা যাবেন কী না, তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্তে আসতে পারল না সেদেশের ক্রিকেট বোর্ড ৷ প্রায় এক মাস হতে চললেও বাংলাদেশ সফর নিয়ে গড়িমসি চলছেই ক্যাঙারু ক্রিকেট বোর্ড এবং অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে ৷
ক্রিকেট অস্ট্রেলিয়ার সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের চুক্তির মেয়াদ শেষ হয় গত ১ জুলাই। আর এর পরই শুরু হয় সমস্যা । অস্ট্রেলিয়া বোর্ডের নিয়ম অনুযায়ী চুক্তি শেষ হওয়া মাত্রই নতুন চুক্তি করা হয় দেশের নথিভুক্ত ক্রিকেটারদের সঙ্গে। কিন্তু ১ জুলাই থেকে পুরনো নিয়মে ক্রিকেটারদের সঙ্গে আর চুক্তি করতে রাজি হয়নি ক্রিকেট অস্ট্রেলিয়া, বদলে দেওয়া হয় নতুন চুক্তির প্রস্তাব। বোর্ডের এই সিদ্ধান্তের বিরুদ্ধে বেঁকে বসেন অস্ট্রেলিয়ার প্রথম সারির ক্রিকেটাররা। অধিনায়ক স্টিভ স্মিথ থেকে মিচেল স্টার্ক, বোর্ডের নতুন চুক্তির বিরোধিতা করেন প্রত্যেক ক্রিকেটার।
advertisement
চুক্তি নিয়ে সমস্যায় এমনিতেই পরের মাসে দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া ‘এ’ দল ৷ এবার সিনিয়ররাও আর চুপ করে বসে থাকতে চাইছেন না ৷ এতেই চরম অনিশ্চিত স্মিথদের বাংলাদেশে সফর ৷ শুধু বাংলাদেশই নয়, অ্যাসেজও অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা খেলবেন কী না, তা নিয়ে চরম বিভ্রান্তি ছড়িয়েছে ৷ ক্রিকেটারদের সঙ্গে আলোচনার পর অস্ট্রেলিয়া বোর্ড কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার ৷
advertisement
Location :
First Published :
July 25, 2017 7:17 PM IST