শুরু হতে না হতেই শেষ মুস্তাফিজুরের কাউন্টি অভিযান

Last Updated:

কাউন্টি অভিযানের শুরুটা ভালই হয়েছিল ৷ কিন্তু খুব বেশিদিন তা স্থায়ী হল না ৷

#লন্ডন: প্রথমে ছিল ভিসা সমস্যা ৷ সেটা মিটতে না মিটতেই আবার দীর্ঘ বিমানযাত্রার ধকল ৷ সবমিলিয়ে ইংল্যান্ড যাওয়ার রাস্তাটা খুব একটা মসৃণ ছিল না বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানের ৷ কিন্তু কাউন্টিতে নেমেই সাফল্য পেয়েছিলেন ৷ প্রথম ম্যাচেই তাঁর ঝুলিতে ছিল ৪টি উইকেট ৷ কিন্তু দ্বিতীয় ম্যাচ থেকেই অবস্থার পরিবর্তন ঘটতে থাকে ৷ কাঁধের চোটের জন্য এখন ভালমতোই অনিশ্চিত হয়ে পড়ল মুস্তাফিজুরের কাউন্টি অভিযান ৷
ন্যাট ওয়েস্ট টি২০ ব্লাস্ট ও রয়্যাল লন্ডন ওয়ান ডে কাপের গ্রুপ পর্বে তাঁর যে কোনও খেলার সম্ভাবনা নেই সেটা পরিষ্কার জানিয়ে দিয়েছেন ডাক্তাররা। এই দু’টি টুর্নামেন্টের জন্যই সাসেক্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছিলেন মুস্তাফিজুর। গ্রুপ পর্বে না পেলেও অবশ্য নক আউটে মুস্তাফিজুরকে পাওয়ার আশায় রয়েছে সাসেক্স। কিন্তু চোটের অবস্থা বুঝেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ বাংলাদেশ ক্রিকেট বোর্ড অবশ্য চাইছে, যতো তাড়াতাড়ি সম্ভব দেশে ফইরে আসুক মুস্তাফিজুর ৷ কারণ তাঁর চোট বাড়লে সমস্যায় পড়বে বাংলাদেশই ৷
advertisement
মুস্তাফিজুরের পাশাপাশি তামিম ইকবালের চোট নিয়েও চিন্তায় বাংলাদেশে বোর্ড ৷ তামিমের অস্ত্রোপচার হতে পারে ৷ সামনেই ইংল্যান্ড সিরিজ ৷ তাই দলের এই দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে দ্রুত সুস্থ করে তোলাই এখন লক্ষ্য বিসিবির ৷
advertisement
বাংলা খবর/ খবর/ওপার বাংলা/
শুরু হতে না হতেই শেষ মুস্তাফিজুরের কাউন্টি অভিযান
Next Article
advertisement
BCCI New President: দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
দৌড়ে ছিলেন সৌরভ, হরভজন! শেষ পর্যন্ত বিসিসিআই-এর নতুন সভাপতি কে? বড় চমক
  • সৌরভ, হরভজনের মতো হেভিওয়েটদের পিছনে ফেলে বিসিসিআই-এর শীর্ষ পদে বসছেন প্রাক্তন ক্রিকেটার মিঠুন মানহাস৷ আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের প্রতিনিধিত্ব না করলেও কয়েক বছর আগেও ঘরোয়া ক্রিকেট পরিচিত মুখ ছিলেন মিঠুন৷

VIEW MORE
advertisement
advertisement