চার দিনের ভারত সফরে শেখ হাসিনা
Last Updated:
চার দিনের ভারত সফরে শুক্রবার সকালে রাজধানী দিল্লিতে এসে পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷
#নয়াদিল্লি: চার দিনের ভারত সফরে শুক্রবার সকালে রাজধানী দিল্লিতে এসে পৌঁছলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৷ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
আজ বিকেলে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক করার কথা শেখ হাসিনার ৷ আগামীকাল,শনিবার বেলা সাড়া ১১টা-য় মোদির সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী ৷ রবিবার রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন হাসিনা ৷ চার দিনের সফরের শেষ দিন সোমবার বণিকসভার সঙ্গে বৈঠকে বসার কথা বাংলাদেশের প্রধানমন্ত্রীর ৷
ভারত সফরে একাধিক বিষয়ে নিয়ে আলোচনা করার কথা হাসিনার ৷ প্রতিরক্ষা, বাণিজ্য, নিয়ে আলোচনা হবে ৷ আলোচনা সড়ক যোগাযোগ নিয়েও ৷ হাসিনার চার দিনের সফরে ভারত-বাংলাদেশ দু’দেশের মধ্যে মোট ৩৫টি চুক্তি স্বাক্ষর হবে ৷
advertisement
Location :
First Published :
April 07, 2017 12:52 PM IST