সাকিব-তাজিউলের ঘূর্ণিতে দিশেহারা স্মিথরা, মীরপুরে ক্যাঙারু বধ সম্পূর্ণ বাংলাদশের

Last Updated:

বাংলাদেশ: ২৬০ ও ২২১, অস্ট্রেলিয়া: ২১৭ ও ২৪৪

বাংলাদেশ: ২৬০ ও ২২১
অস্ট্রেলিয়া: ২১৭ ও ২৪৪
২০ রানে জয়ী বাংলাদেশ
advertisement
#ঢাকা: বিশ্ব ক্রিকেটে তাঁরা যে আর গিনিপিগ নেই ৷ সেটা অনেক আগেই প্রমাণ করেছিল বাংলাদেশ ৷ যে কোনও পরিস্থিতিতেই তাঁরা যে কোনও প্রতিদ্বন্দ্বীকে হারানোর ক্ষমতা রাখেন, সেটা মীরপুরের মাঠে আবার প্রমাণিত হল বুধবার ৷ সাকিব-তাজিউল জোড়া স্পিন অস্ত্রে রুদ্ধশ্বাস প্রথম টেস্ট জিতে নিতে সফল বাংলাদেশ ৷
advertisement
ঘরের মাঠে হলেও প্রতিপক্ষ যখন অস্ট্রেলিয়া, তখন ম্যাচের রাশ কখনই আলগা করা সম্ভব নয় ৷  তাই বুধবারের এই জয় নিঃসন্দেহেই ঐতিহাসিক জয় বাংলাদেশের কাছে ৷ আর জয়ের নেপথ্যে সেই অলরাউন্ডার সাকিব আল হাসান ৷ মঙ্গলবার দু’উইকেট পড়ে যাওয়ার পর খেলাটা ধরে নিয়েছিলেন ওয়ার্নার-স্মিথ জুটি ৷ বাংলাদেশের জয়ের পথে সবচেয়ে বড় কাঁটা ছিলেন এই দু’জনই ৷ আজ, চতুর্থ দিনের শুরুটাও ভালই করেছিলেন এই জুটি ৷ কিন্তু সাকিবের বলে ওয়ার্নার (১১২) এলবিডব্লিউ হতেই ম্যাচের মোড় ঘুরতে শুরু করে ৷ এরপর একে একে প্যাভিলিয়ানে ফিরে যান স্মিথ (৩৭), হ্যান্ডসকম্ব (১৫) এবং ম্যাক্সওয়েল (১৪) ৷ বল হাতে বাংলাদেশের সাকিব আল হাসানের একের পর আঘাতে বিপর্যস্ত হয়ে পড়ে অস্ট্রেলিয়া।
advertisement
একটা সময় মনে হচ্ছিল বাংলাদেশ নয়, খেলা চলছে সাকিব বনাম ১১ জন অস্ট্রেলীয় ক্রিকেটারদের মধ্যে। ওয়ার্নার-স্মিথের ব্যাটে একসময়  ম্যাচ প্রায় বেরই করে নিয়েছিল অস্ট্রেলিয়া, ঠিক তখনই সাকিবের সেই ম্যাজিকাল স্পেল। একে একে ফিরে গেলেন সেঞ্চুরিকারি ডেভিড ওয়ার্নার, স্মিথ, ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েডরা। তবে ম্যাচের একেবারে শেষদিকে অস্ট্রেলিয়াকে প্রায় জিতিয়েই দিচ্ছিলেন প্যাট কামিন্স ৷ ন’নম্বরে নেমে ৩৩ রান করে শেষপর্যন্ত অপরাজিত থেকে যান তিনি ৷ সঙ্গীর অভাবেই পুরো কাজটা শেষ করে আসতে ব্যর্থ কামিন্স ৷ সিরিজের প্রথম টেস্টে তাই ২০ রানে হার হজম করতেই হল ক্যাঙারুদের ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
সাকিব-তাজিউলের ঘূর্ণিতে দিশেহারা স্মিথরা, মীরপুরে ক্যাঙারু বধ সম্পূর্ণ বাংলাদশের
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement