প্রেমদাসার ড্রেসিংরুমের দরজা ভেঙেছিলেন সাকিবই, দাবি প্রত্যক্ষদর্শীর
Last Updated:
এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, ওই দরজা ভাঙার জন্য দায়ী বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
#কলম্বো: শুধু দীনেশ কার্তিকের শেষ বলে ছক্কা মেরে জেতানোই নয় শ্রীলঙ্কায় সদ্যসমাপ্ত নিদাহাস ট্রফির আরও একটা উল্লেখযোগ্য ঘটনা হল প্রেমদাসা স্টেডিয়ামের ড্রেসিংরুমের কাচের দরজা ভেঙে পড়াও ৷ কলম্বোর এই স্টেডিয়ামে কে বা কারা এই কাজ করল, তা নিয়ে চর্চা চলছেই ৷ আপাতত যা রিপোর্ট পাওয়া গিয়েছে, তাতে বাংলাদেশি শিবিরের জন্য তা মোটেই স্বস্তির খবর নয় ৷ এক প্রত্যক্ষদর্শীর বয়ান অনুযায়ী, ওই দরজা ভাঙার জন্য দায়ী বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান।
শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালে ওঠার পর ‘নাগিন ডান্স’ ছাড়াও মাঠের ড্রেসিংরুমের দরজা ভেঙে তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছিল বাংলাদেশ টিমকে ৷ শ্রীলঙ্কার স্থানীয় সংবাদপত্র দ্য আইল্যান্ডে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী এই কাচ ভাঙার পিছনে দায়ী সাকিবই ৷ তবে এই ঘটনার কোনও সিসিটিভি ফুটেজ নেই ৷ তাই দরজা ভাঙার পিছনে সাকিবই যে দায়ী, তার কোনও প্রমাণ এখনও সেভাবে পাওয়া যায়নি ৷ তবে প্রত্যক্ষদর্শী ক্যাটেরিংয়ের দায়িত্বে থাকা এক ব্যক্তির বয়ান অনুযায়ী শ্রীলঙ্কাকে হারানোর পর বাংলাদেশের অধিনায়ক জোর করে দরজায় ধাক্কা দেওয়ায় তা ভেঙে যায়। ওই দরজাটি বসাতে খরচ হয়েছিল ১,৪৭,০০০ টাকা বলে জানা গিয়েছে ৷ মাঠের মধ্যে সেদিন আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় সাকিবের ম্যাচ ফি-র ২৫ শতাংশ জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট জোটে বাংলাদেশের অধিনায়কের ৷ এবার কাচ ভাঙার জন্যও তাঁর দিকেই আঙুল ওঠায় ভালমতোই অস্বস্তিতে পড়লেন সাকিব ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 21, 2018 11:35 AM IST