গাজীপুরের মাঠ থেকে উদ্ধার টাইমবোমা
Last Updated:
গাজীপুরের মাঠ থেকে রিমোট কন্ট্রোল পাঁচটি টাইমবোমা উদ্ধার করল পুলিশ। রবিবার ভোরে কুনিয়াপাড়া তারগাছ এলাকায় বালুর মাঠে ওই পাঁচটি বোমা ও রিমোট কন্ট্রোল পাওয়া যায় ৷ ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করে বোম্ব স্কোয়াড ।
#ঢাকা: গাজীপুরের মাঠ থেকে রিমোট কন্ট্রোলসহ পাঁচটি টাইমবোমা উদ্ধার করল পুলিশ। রবিবার ভোরে কুনিয়াপাড়া তারগাছ এলাকার বালুর মাঠে ওই পাঁচটি বোমা ও রিমোট কন্ট্রোল পাওয়া যায় ৷ ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷ ঘটনাস্থলে পৌঁছে বোমাগুলি নিষ্ক্রিয় করে বম্ব স্কোয়াড ।
পুলিশ জানিয়েছে, নাশকতা ও আতঙ্ক সৃষ্টির ছক কষেছিল একটি জঙ্গি গোষ্ঠী ৷ কিন্তু পুলিশের ব্যাপক তৎপরতার কারণে বোমাগুলি মাঠে ফেলেই পালিয়ে যায় তারা ৷ বড়সড় নাশকতার ছক বানচাল করতে সফল হয়েছে পুলিশ ৷ তবে এখনও পর্যন্ত এই বিষয়ে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি ৷ অভিযুক্তদের গ্রেফতার করতে ইতিমধ্যেই তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 17, 2016 2:10 PM IST