ঢাকায় সমাধিস্থ করা হল ওসমান হাদির দেহ, ইউনূসের উপস্থিতিতে কড়া নিরাপত্তার ঘেরাটোপে হল শেষযাত্রা!

Last Updated:

শনিবার ঢাকায় জাতীয় সংসদ ভবনে নিহত ছাত্রনেতা শরিফ ওসমান হাদির শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কাছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিস্থ করা হয়।

শনিবার ঢাকায় জাতীয় সংসদ ভবনে নিহত ছাত্রনেতা শরিফ ওসমান হাদির শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কাছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিস্থ করা হয়।
শনিবার ঢাকায় জাতীয় সংসদ ভবনে নিহত ছাত্রনেতা শরিফ ওসমান হাদির শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কাছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিস্থ করা হয়।
শনিবার ঢাকায় জাতীয় সংসদ ভবনে নিহত ছাত্রনেতা শরিফ ওসমান হাদির শেষকৃত্য সম্পন্ন হয়। তাঁকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের কাছে বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে সমাধিস্থ করা হয়।
গত সপ্তাহে ঢাকার ব্যস্ত এলাকায় প্রকাশ্য দিবালোকে মুখোশধারী বাইক আরোহী হামলাকারীদের গুলিতে আহত হন শরিফ ওসমান হাদি। চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হলেও সেখানেই তাঁর মৃত্যু হয়। হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই গোটা বাংলাদেশ জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়ে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ, ভাঙচুর এবং জনতার হিংসাত্মক তাণ্ডব শুরু হয়।
advertisement
advertisement
জানা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক দশকেরও বেশি আগে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেছিলেন ওসমান। হাদির মৃত্যুর পর পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। দেশের একাধিক সংবাদমাধ্যমের দফতর, সাংস্কৃতিক কেন্দ্র এবং রাজনৈতিক কার্যালয়ে হামলা চালানো হয়। পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয় ময়মনসিংহে, যেখানে ধর্ম অবমাননার অভিযোগে এক হিন্দু যুবক দীপু চন্দ্র দাসকে পিটিয়ে হত্যা করে পরে তাঁর দেহ পুড়িয়ে দেওয়া হয় বলে অভিযোগ ওঠে।
advertisement
advertisement
এই সমস্ত ঘটনার জেরে সাম্প্রতিক মাসগুলির মধ্যে সবচেয়ে ভয়াবহ হিংসার মুখে পড়েছে বাংলাদেশ। বিশেষ করে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্ধারিত জাতীয় নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই অস্থিরতা দেশটির রাজনৈতিক পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এই আবহে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূস শুক্রবার কড়া ভাষায় জনতার হিংসার নিন্দা করেন। তিনি বলেন, “গণতান্ত্রিক উত্তরণের এই গুরুত্বপূর্ণ মুহূর্তে নাগরিকদের হিংসা, ঘৃণা ও উসকানির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।” পাশাপাশি তিনি দেশবাসীর কাছে শান্তি ও সংযম বজায় রাখার আহ্বান জানান।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ঢাকায় সমাধিস্থ করা হল ওসমান হাদির দেহ, ইউনূসের উপস্থিতিতে কড়া নিরাপত্তার ঘেরাটোপে হল শেষযাত্রা!
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement