বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৫ বছরের জেল
Last Updated:
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৫ বছরের জেল
#ঢাকা: সরকারি টাকা নিয়ে দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় পাঁচ বছরের জন্য জেল হল প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৷ একই মামলায় জিয়ার বড় ছেলে-সহ আরও ছয় জনের ১০ বছর কারাদণ্ডের সাজা ঘোষণা করেছে ঢাকার বিশেষ জজ আদালত ৷ এর ফলে ভোটে লড়তে পারবেন না তিনি ৷ খালেদা জিয়ার এই কারাদণ্ডে বড়সড় ধাক্কা খেল বাংলাদেশের প্রধান বিরোধী দল ৷
১০ বছর আগের দায়ের হওয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় এদিন ছিল রায়দান ৷ খালেদা জিয়া, তাঁর বড় ছেলে তারেক রহমান সহ অপর পাঁচ আসামীর প্রত্যেককে কারাদণ্ডের পাশাপাশি দুই কোটি দশ লাখ টাকা করে জরিমানা করা হয়েছে ৷
অনাথ আশ্রমের সহায়তার জন্য বিদেশ থেকে পাঠানো দুই কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা ক্ষমতার অপব্যবহার করে আত্মসাতের অভিযোগ ওঠে খালেদা জিয়া, তারেক রহমান, সাবেক মুখ্যসচিব কামাল উদ্দিন সিদ্দিকী, সাবেক সাংসদ ও ব্যবসায়ী কাজী সালিমুল হক কামাল, জিয়াউর রহমানের ভাগনে মমিনুর রহমান এবং ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ। এর মধ্যে পলাতক তারেক রহমান, কামাল উদ্দিন সিদ্দিকী ও মমিনুর রহমান।
advertisement
advertisement
২০০৮ সালে দায়ের হয় মামলা ৷ তদন্ত শেষে ২০১৪ সালে আদালত খালেদা সহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ৷ দণ্ডবিধির ৪০৯ ও ১০৯ ধারায় দোষী সাব্যস্ত হন খালেদা জিয়া ৷ তাঁর বিরুদ্ধে সরকারি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ প্রমাণিত হয় ৷
এই রায়ে ক্ষুব্ধ বাংলাদেশের বিরোধী দল ৷ মামলাটিকে সাজানো বলে অভিযোগ করেছে তারা ৷ বিরোধী নেত্রী খালেদা জিয়ায় এই সাজা ঘোষণা পর বাংলাদেশে অশান্তি ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা সরকারের ৷ শাসক দল আওয়ামি লিগ আশঙ্কা প্রকাশ করেছে যে, অশান্তি ছড়াবে খালেদা জিয়ার দল ৷ কড়া নিরাপত্তায় মোড়া রাজধানী ঢাকা সহ বিভিন্ন স্পর্শকাতর এলাকা ৷ শুধু ঢাকা শহরেই মোতায়েন ৬,০০০ পুলিসকর্মী ও ১৯ প্ল্যাটুন র্যাব।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 08, 2018 2:52 PM IST