Bangladesh News: ‘নাহলে...প্রথম আলো-র মতো জ্বালিয়ে দেব,’ বাংলাদেশে আবার নিশানায় সংবাদমাধ্যম! মহিলা সাংবাদিককে টার্গেট
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
স্থানীয় সূত্রের খবর, গত ২১ ডিসেম্বর একদল যুবক গ্লোবাল টিভির তেজগাঁওয়ের দফতরে চড়াও হয়৷ দাবি করে তৎক্ষণাৎ ওই চ্যানেলের প্রধান নাজনিন মুন্নিকে বরখাস্ত করতে হবে৷
ঢাকা: নতুন করে নিশানায় বাংলদেশের সংবাদমাধ্যম৷ ছাত্রনেতা শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর বাংলাদেশে পৌঁছনোর পরে তাণ্ডব চলেছিল ঢাকায়৷ বিক্ষোভকারীদের রোশানলে ছারখার হয়ে গিয়েছিল ‘প্রথম আলো’র দফতর৷ পরে আরেকটি অফিস ‘ডেইলি স্টারে’ও চলে হামলা৷ এবার আবারও বাংলাদেশে টার্গেট সংবাদমাধ্যম গ্লোবাল টিভি’র প্রধান নাজনিন মুন্নি৷
advertisement
স্থানীয় সূত্রের খবর, গত ২১ ডিসেম্বর একদল যুবক গ্লোবাল টিভির তেজগাঁওয়ের দফতরে চড়াও হয়৷ দাবি করে তৎক্ষণাৎ ওই চ্যানেলের প্রধান নাজনিন মুন্নিকে বরখাস্ত করতে হবে৷ নিজেদের ছাত্র আন্দোলনের অংশ হিসাবে দাবি করে তারা৷ অভিযোগ, ওই যুবকেরা নাকি চ্যানেল কর্তৃপক্ষকে হুমকি দেয়, যদি তাঁরা অবিলম্বে মুন্নিকে বরখাস্ত না করেন, তাহলে ‘প্রথম আলো’ এবং ‘ডেইলি স্টারের’ মতো তাঁদের অফিসেও আগুন ধরিয়ে দেওয়া হবে৷
advertisement
advertisement
পরে সাংবাদিক নাজনিন মুন্নিও জানিয়েছেন, তাঁকে ফেসবুকে হুমকি দেওয়া হয়েছে৷ জানিয়েছেন, ৭-৮ জন লোক তাঁর অফিসে চড়াও হয়ে হুমকি দেয়৷
advertisement
ওই সমস্ত যুবক দাবি করে, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুর খবর গ্লোবাল টিভিতে ঠিক ভাবে প্রচার হচ্ছে না। এরপর তারা মুন্নিকে আওয়ামি লিগের সমর্থক বলে অভিযোগ করে তার অপসারণ দাবি করে। ৪৮ ঘণ্টার মধ্যে তাঁকে সরিয়ে ফেলার হুমকি দেওয়া হয়৷ মুন্নি যদিও কোনও রাজনৈতিক যোগসূত্র থাকার কথা দৃঢ়ভাবে অস্বীকার করেছেন।
advertisement
আরও পড়ুন: ‘তোমরাই মেরেছ…,’ নির্বাচন থামাতেই খুন! ইউনূসদের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ ছাত্রনেতার দাদার
তবে চ্যানেল কর্তৃপক্ষের পরামর্শে তিনি কয়েকদিন তাঁর অফিস এবং টেলিভিশনের স্ক্রিন থেকে দূরে থাকছেন৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
New Delhi,New Delhi,Delhi
First Published :
Dec 24, 2025 1:36 PM IST









