Bangladesh News: ‘পাশবিক অপরাধ,’ অবশেষে দীপু দাসের হত্যার ‘দায়িত্ব’ নিল ইউনূসের সরকার! পরিবারকে দেখাশোনার আশ্বাস

Last Updated:

জানা গিয়েছে, মঙ্গলবার দীপু দাসের বাড়িতে যান বাংলাদেশের বর্তমান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার৷ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময়, সেদিনের ঘটনাকে ‘পাশবিক অপরাধ’ বলে উল্লেখ করেন তিনি৷ জানান, এই অপরাধের কোনও অজুহাত হতে পারে না৷

News18
News18
ঢাকা: বাংলাদেশের ময়মনসিংহে উন্মত্ত জনতার হাতে সংখ্যালঘু দীপু চন্দ্র দাসের মৃত্যুর ভয়বহতা একেবারে ভিতর থেকে নাড়িয়ে দিয়েছে যে কোনও সুস্থ মনের মানুষকে৷ আন্তর্জাতিক ক্ষেত্রেও নিন্দার মুখে পড়শি দেশ৷ অবশেষে, পরোক্ষে হলেও সেই হত্যার নৈতিক দায় স্বীকার করল ইউনূস সরকার৷ মঙ্গলবার তাঁর বাড়িতে পৌঁছলেন মুহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সে দেশের অন্তর্বর্তী সরকারের এক উচ্চপদস্থ আধিকারিক৷ জানালেন, এখন থেকে নিহত দীপু দাসের পরিবারের সমস্ত দায়িত্ব নেবে ইউনূস নেতৃত্বাধীন বাংলাদেশ সরকার৷
advertisement
জানা গিয়েছে, মঙ্গলবার দীপু দাসের বাড়িতে যান বাংলাদেশের বর্তমান শিক্ষা উপদেষ্টা সি আর আবরার৷ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সময়, সেদিনের ঘটনাকে ‘পাশবিক অপরাধ’ বলে উল্লেখ করেন তিনি৷ জানান, এই অপরাধের কোনও অজুহাত হতে পারে না৷
advertisement
advertisement
আবরার বলেন, ‘‘দীপু দাসের সন্তান, স্ত্রী এবং বাবা-মায়ের দেখভালের দায়িত্ব নিয়েছে রাষ্ট্র। ওই ঘটনা হল পাশবিক অপরাধ, যার কোনও অজুহাত থাকতে পারে না।’’ তবে পরিবারের সঙ্গে সরাসরি যোগাযোগ করেননি ইউনূস৷ বরং আবরার জানিয়েছেন, নিহতের বাড়ি যাওয়ার আগে তাঁর মুখ্য উপদেষ্টার সঙ্গে কথা হয়েছে এবং তিনি দীপুর পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন
advertisement
এই ঘটনায় এখনও পর্যন্ত ১২ জনকে গ্রেফতার করা হয়েছেইউনূস সরকারের সংবাদমাধ্যম শাখার তরফে মঙ্গলবার বিবৃতি দিয়ে বলা হয়, ‘‘অভিযোগ, রটনা বা বিশ্বাসের প্রভেদ কখনও হিংসার অজুহাত হতে পারে না। আইন নিজের হাতে নেওয়ার অধিকার কারও নেই।’’ নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে বিচারের আশ্বাসও দিয়েছে সরকার।
advertisement
উপদেষ্টা আবরার বলেছেন, ‘‘তদন্ত চলছে। যারা দায়ী, যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের বিচারের অধীনে আনা হবে। এ ধরনের হিংসার বিরুদ্ধে আইন তার পূর্ণ শক্তি প্রয়োগ করবে।’’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh News: ‘পাশবিক অপরাধ,’ অবশেষে দীপু দাসের হত্যার ‘দায়িত্ব’ নিল ইউনূসের সরকার! পরিবারকে দেখাশোনার আশ্বাস
Next Article
advertisement
SIR Update: মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের
মধ্যপ্রদেশে বাদ ৪২ লক্ষ নাম, কেরল-ছত্তীসগড়ে কত? আরও ৩ রাজ্যে প্রকাশিত খসড়া ভোটার তালিকা
  • আরও তিন রাজ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ কমিশনের৷

  • মধ্যপ্রদেশ, কেরল, ছত্তীসগড়ে প্রকাশিত তালিকা৷

  • মধ্যপ্রদেশেই বাদ গেল ৪২ লক্ষ নাম৷

VIEW MORE
advertisement
advertisement