Bangladesh News: ইউনূসের বাংলাদেশ ভয়ঙ্কর! ফের সংখ্যালঘু খুন! বেলচা দিয়ে পিটিয়ে খুন লিটন ঘোষকে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Bangladesh News: গাজীপুরের কালীগঞ্জে দোকানের কর্মীকে মারধরের সময় তাকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ওই ব্যবসায়ী।
ঢাকা: বাংলাদেশে হিন্দুদের আক্রান্ত হওয়ার ঘটনা থামার কোনও লক্ষণই নেই। ফের বাংলাদেশে আরও এক হিন্দুকে খুন করা হল। এবার সামান্য কারণে পিটিয়ে খুন করা হল এক হিন্দু ব্যবসায়ীকে। নিহত ব্যক্তির নাম লিটন চন্দ্র ঘোষ (৬০)। পেশায় তিনি একটি হোটেল ও মিষ্টির দোকানের মালিক। শনিবার গাজীপুরের কালিগঞ্জে তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। ঘটনায় ইতিমধ্যেই ৩ জনকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে।
গাজীপুরের কালীগঞ্জে দোকানের কর্মীকে মারধরের সময় তাকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারিয়েছেন ওই ব্যবসায়ী। জানা গিয়েছে, শনিবার বেলা ১১টার দিকে বড়নগর সড়কের পৌরসভা সংলগ্ন এলাকায় এই ঘটনাটি ঘটেছে।
নিহত লিটন চন্দ্র ঘোষ চান্দাইয়া এলাকার নির্মল চন্দ্র ঘোষের ছেলে। তিনি ওই এলাকায় অবস্থিত ‘বৈশাখী সুইটমিট অ্যান্ড হোটেলের’ মালিক। নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, শনিবার বেলা ১১টার দিকে মাসুম মিয়া নামে এক ব্যক্তি ওই হোটেলে যান। এক পর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকান কর্মী অনন্ত দাশ (১৭)-এর সঙ্গে তার কথা কাটাকাটি শুরু হয়।
advertisement
advertisement
পরে তা হাতাহাতিতে রূপ নেয়। পরে মাসুমের বাবা মোহাম্মদ স্বপন মিয়া ও মা মাজেদা খাতুন ঘটনাস্থলে এসে মারামারিতে জড়িয়ে পড়েন। এই সময় পরিস্থিতি শান্ত করতে লিটন ঘোষ এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। এক পর্যায়ে বেলচা দিয়ে তার মাথায় আঘাত করা হলে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
এই ঘটনার পর আশপাশের লোকজন তিনজনকে আটক করে পুলিশে দেয়। ঘটনায় এলাকায় শোক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় থানার ওসি জাকির হোসেন বলেন, এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 18, 2026 11:36 AM IST









