Bangladesh News: ১৭ বছরের নির্বাসন! পঁচিশের সকালেই বাংলাদেশে পা খালেদা জিয়ার বড় ছেলের...তৈরি হচ্ছে মঞ্চ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
বিএনপি সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে যাত্রা বিরতির পর বেলা ১১টা ২০মিনিটে ঢাকায় অবতরণ করবেন তারেক৷ এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। যাওয়ার পথে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন।
ঢাকা: ইনকিলাব মঞ্চের ছাত্রনেতা শরিফ ওসমান হাদি খুনের পরে চূড়ান্ত অশান্ত বাংলাদেশ৷ এরই মাঝে ঘটতে চলেছে বহু প্রতীক্ষিত এক ‘প্রত্যাবর্তন’৷ দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পরে বাংলাদেশে ফিরতে চলেছেন বিএনপি নেত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান৷ বুধবার মধ্যরাতে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান৷ জানিয়েছেন বিএনপির প্রথমসারির নেতা সালাহউদ্দিন আহমদ। ফ্লাইটে তারেকের সঙ্গে তাঁর পরিবারের সদস্যরাও থাকছেন। দেশে ফিরে আগামী ২৭ ডিসেম্বর ভোটার হবেন তারেক রহমান৷
advertisement
বিএনপি সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে যাত্রা বিরতির পর বেলা ১১টা ২০মিনিটে ঢাকায় অবতরণ করবেন তারেক৷ এরপর সড়ক পথে এভারকেয়ার হাসপাতালে যাবেন তিনি। যাওয়ার পথে তিনি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে অর্থাৎ, ৩০০ ফুটে সংক্ষিপ্ত অনুষ্ঠানটির আয়োজন করেছে বিএনপি। এরপর তিনি চলে যাবে এভারকেয়ার হাসপাতালে। সেখান থেকে তারেক রহমান গুলশান অ্যাভিনিউতে ১৯৬ নম্বর বাড়িতে যাবেন। সেখানেই থাকবেন৷
advertisement
advertisement
অন্যদিকে, তারেকের প্রত্যাবর্তনে আশায় বুক বেঁধে বসে রয়েছেন বাংলাদেশের বিএনপি সমর্থকেরা৷ প্রায় দেড় যুগ পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে গণসংবর্ধনার আয়োজন করছে দলটি। ঢাকার পূর্বাচলের ৩০০ ফুট এলাকায় তৈরি হচ্ছে মঞ্চ।
advertisement
আজ বুধবার সকালে মঞ্চ এলাকা ঘুরে দেখা গেছে, কুড়িল থেকে সংবর্ধনা মঞ্চের পরবর্তী অংশ পর্যন্ত রাস্তার দুই পাশে তারেক রহমানকে বাংলাদেশে স্বাগত জানিয়ে বিভিন্ন রঙের ব্যানার ও ফেস্টুন লাগানো হয়েছে। আর কুড়িল মোড় থেকে বেশ খানিকটা দূরে সড়কের উত্তর অংশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে তৈরি হচ্ছে ৪৮ ফুট বাই ৩৬ ফুটের বিশাল মঞ্চ। ইতিমধ্যে মঞ্চের মূল কাঠামোর কাজ শেষ হয়েছে। এখন শুধু সাজানোর কাজ বাকি। মঞ্চের দুই পাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাঁবু স্থাপন করা হয়েছে। রাস্তার ল্যাম্পপোস্টে লাগানো হয়েছে মাইক।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Dec 24, 2025 5:28 PM IST










