সোমবার আত্মসমর্পণ করবেন খালেদা জিয়া
Last Updated:
নাইকো দুর্নীতি মামলায় সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাঁর আইনজীবী সানাউল্লাহ মিঞাঁ রবিবার জানান, আদালতে আত্মসমর্পণ করে খালেদা জিয়া জামিনের আবেদন করবেন ।
#ঢাকা: নাইকো দুর্নীতি মামলায় সোমবার নিম্ন আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। তাঁর আইনজীবী সানাউল্লাহ মিঞাঁ রবিবার জানান, আদালতে আত্মসমর্পণ করেই খালেদা জিয়া জামিনের আবেদন করবেন ।
দুর্নীতি দমন কমিশনের করা এই মামলাটি বর্তমানে ঢাকার বিশেষ আদালতে বিচারক আমিনুল ইসলামের বিচারাধীন রয়েছে।
এর আগে নাইকো দুর্নীতি মামলার বৈধতা নিয়ে খালেদা জিয়ার করা আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। একই সঙ্গে মামলার উপর থেকে স্থগিতাদেশ তুলে নিয়ে মূল আসামি খালেদা জিয়াকে বিচারক নির্দেশ দেন যে রায় দেওয়ার দু'মাসের মধ্যে খালেদা জিয়াকে আত্মসমর্পণ করতে হবে। একই সঙ্গে তিনি জামিন চাইলে তাঁর জামিন আবেদন বিবেচনা করতেও নিম্ন আদালতকে নির্দেশ দেওয়া হয়।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 29, 2015 4:05 PM IST