Bangladesh: গভীর রাতে সীমান্তে পৌঁছতেই..., ভারতে ঢুকতে চাওয়া ৫৪ ইসকন সদস্যের সঙ্গে যা করল বাংলাদেশ!

Last Updated:

Bangladesh: ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারির পর থেকে উত্তাল বাংলাদেশ। সংখ্যালঘুদের উপর অত্যাচার চরমে বলে অভিযোগ। টার্গেট হচ্ছেন ইসকনের সদস্যরা। এমনটাই দাবি ইসকন সংঘটনের। অস্থির পরিস্থিতির মধ্যে ইসকনের ৫৪ জন সদস্য রবিবার বৈধ উপায়ে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন।

ইসকন সদস্যদের ভারতে প্রবেশ...
ইসকন সদস্যদের ভারতে প্রবেশ...
ঢাকা: ইসকনের সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারির পর থেকে উত্তাল বাংলাদেশ। সংখ্যালঘুদের উপর অত্যাচার চরমে বলে অভিযোগ। টার্গেট হচ্ছেন ইসকনের সদস্যরা। এমনটাই দাবি ইসকন সংঘটনের। অস্থির পরিস্থিতির মধ্যে ইসকনের ৫৪ জন সদস্য রবিবার বৈধ উপায়ে বেনাপোল সীমান্ত হয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। সেই সময়ই তাঁদের আটকে দেয় বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ।
সূত্রের খবর, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসায়নেস (ইসকন) এর অন্তত ৫৪ সদস্যকে ভারতে প্রবেশে বাধা দেওয়া হয় এবং বেনাপোল সীমান্ত চৌকি থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে তাঁদের। বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও “সন্দেহজনক ভ্রমণ” উল্লেখ করে তাঁদের ফিরিয়ে দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।
advertisement
advertisement
বাংলাদেশি কর্তৃপক্ষ এর আগে আরও চারজন সন্ন্যাসীকে গ্রেফতার করেছিল যারা ইসকনের সদস্য। কেউ কেউ দাবি করেছেন, সীমান্ত ক্রসিংয়ে যাঁরা এসেছিলেন তাঁদের সংখ্যা ৭০ জনেরও বেশি ছিল। ইসকনের সদস্য সৌরভ তপান্দার চেলি এই বিষয়ে স্থানীয় সংবাদ মাধ্যমকে বলেন, “আমরা ভারতে একটি ধর্মীয় অনুষ্ঠানে অংশ নিতে যাচ্ছিলাম, কিন্তু অভিবাসন কর্মকর্তারা সরকারি অনুমতির অনুপস্থিতির কারণে আমাদের বাধা দিয়েছেন।”
advertisement
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহসানুল কাদের ভূঁইয়া বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষের” নির্দেশেই ইসকন সদস্যদের ফিরিয়ে দেওয়া হয়েছে। আমরা পুলিশের বিশেষ শাখার সঙ্গে পরামর্শ করেছি এবং তাদের কাছ থেকে অনুমতি না দেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে নির্দেশ পেয়েছি”।
advertisement
বাংলাদেশ সরকারের ইমিগ্রেশন পুলিশের দাবি, বর্তমান পরিস্থিতিতে ইসকন সদস্যদের ভারতে প্রবেশের বিষয়টি ‘সন্দেহজনক’। তাঁরা আরও জানান, মোট ৭০ জন সীমান্ত পেরোনোর চেষ্টা করেছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে শনিবার গভীর রাতে ইসকন সদস্যরা জড়ো হন বেনাপোলের বাংলাদেশ সীমান্তে। রবিবার তাঁরা বৈধ পাসপোর্ট, ভিসা দেখিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করতেই তাঁদের আটকানো হয়।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh: গভীর রাতে সীমান্তে পৌঁছতেই..., ভারতে ঢুকতে চাওয়া ৫৪ ইসকন সদস্যের সঙ্গে যা করল বাংলাদেশ!
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement