ভাষার টানে সীমানা পার, সাইকেলে বাংলাদেশ

Last Updated:

১৪ ফেব্রুয়ারির সকাল ৷ বিশ্বজুড়ে সবাই তখন ভালোবাসার উদযাপনে ব্যস্ত ৷ সেজেগুজে প্রেমের উৎসবে সামিল হতে পথে নেমেছে অনেকে ৷ কারোর হাতে লাল গোলাপ, কারোর হাতে রঙিন মোড়কে জড়ানো উপহার ৷ এই ভালোবাসার উৎসবে সামিল হয়েছেন ছয় অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালি যুবকও ৷ বাকিদের থেকে একটু আলাদা এরা ৷ প্রেম দিবসে বাংলা মায়ের প্রতি ভালোবাসা জানাতে পথে নেমেছে এই ছয় পশ্চিমবঙ্গীয় যুবক ৷ সাত দিনে ৩৩০ কিমি সাইকেল চালিয়ে এরা পৌঁছবে বাংলাদেশে ৷ দৌড়ে পার করবে কাঁটাতার ৷ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদিতে বাংলাভাষা-কে শ্রদ্ধার্ঘ্য অর্পণই এদের উদ্দেশ্য ৷

#কলকাতা: ১৪ ফেব্রুয়ারির সকাল ৷ বিশ্বজুড়ে সবাই তখন  ভালোবাসার উদযাপনে ব্যস্ত ৷ সেজেগুজে প্রেমের উৎসবে সামিল হতে পথে নেমেছে অনেকে ৷ কারোর হাতে লাল গোলাপ, কারোর হাতে রঙিন মোড়কে জড়ানো উপহার ৷ এই ভালোবাসার উৎসবে সামিল হয়েছেন ছয় অ্যাডভেঞ্চার প্রিয়
বাঙালি যুবকও ৷ বাকিদের থেকে একটু আলাদা এরা ৷ প্রেম দিবসে বাংলা মায়ের প্রতি ভালোবাসা জানাতে পথে নেমেছে এই ছয় পশ্চিমবঙ্গীয় যুবক ৷ সাত দিনে ৩৩০ কিমি সাইকেল চালিয়ে পাঁচ জন পৌঁছবে বাংলাদেশে ৷  এদের সাইকেলের সঙ্গেই পাল্লা দিয়ে দৌড়ে কাঁটাতার পেরবে ষষ্ঠজন ৷ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদিতে বাংলাভাষা-কে শ্রদ্ধার্ঘ্য অর্পণই এদের উদ্দেশ্য ৷
advertisement
DSC_5741_01
advertisement
কাঁটাতারে দেশ ভাগ হয়, কিন্তু হৃদয় ভাগ হবে কিসে? তাই কাঁটাতারের বেড়াকে তুচ্ছ করে এপার বাংলার ভালোবাসা ওপারে পৌঁছে দিতে অ্যাডভেঞ্চার স্পোর্টস অর্গানাইজেশন ‘টাচ অফ হেভেন’আয়োজন করেছে কলকাতা-ঢাকা ইন্টারকান্ট্রি সাইকেল এক্সপিডিশন ৷ রবিবার দু’দেশের বাঙালি হৃদয়ের মৈত্রীর বার্তা নিয়ে চন্দন বিশ্বাসের নেতৃত্বে শুরু হল ‘অক্ষরযাত্রা’৷ চন্দন বিশ্বাস ছাড়াও এই এক্সপিডিশনে অংশ নিচ্ছেন অঙ্কুর বর্মন, রাহুল সেন, রজত সাহা, সুব্রত চ্যাটার্জি ৷ এই পাঁচজনের সঙ্গেই পুরো রাস্তাটা দৌড়ে যাবেন রেন্সডেল ম্যানুয়েল ৷
advertisement
10352555_10207851912163037_729292166898228288_n
প্রতিদিন প্রায় ১০ ঘন্টা সাইকেল চালাতে হবে এই পাঁচজনকে ৷ ওদের সঙ্গে পুরোটা সময় দৌড়াবেন রেন্সডেল ৷ রবিবার ময়দান থেকে যাত্রা শুরু করে বনগাঁ, যশোর, মাগুরা হয়ে বুধবার ফরিদপুর পৌঁছলেন এই তরুণ ব্রিগেড ৷ বাকি এখনও অনেকটা পথ ৷ শহীদের রক্তে রাঙানো ২১শে, মাতৃভাষার প্রতি ভালোবাসার উদযাপনে মাতবে ঢাকা ৷ কাঁটাতারের বাধা ভুলে এপারের ছয় বাঙালি  দৌড়ে আর দু’চাকায় চড়ে, চলেছে সেই সৌভ্রাতৃত্বের উৎসবে যোগ দিতে ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/ওপার বাংলা/
ভাষার টানে সীমানা পার, সাইকেলে বাংলাদেশ
Next Article
advertisement
IPL-র ইতিহাসে বিদেশি ক্রিকেটার হিসেবে নয়া রেকর্ড ক্যামেরন গ্রিনের, KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
KKR ২৫.২০ কোটি টাকায় কিনলেও তিনি পাবেন ১৮ কোটি টাকাই, মুখ খুললেন গ্রিন
  • আইপিএল ২০২৬ নিলামে ক্যামেরন গ্রিনকে কলকাতা নাইট রাইডার্স ২৫.২০ কোটি টাকায় দলে নেয়, যা বিদেশি ক্রিকেটার হিসেবে নতুন রেকর্ড. তবে বিসিসিআই নিয়ম অনুযায়ী গ্রিন পাবেন ১৮ কোটি টাকা, বাকি অর্থ ক্রিকেট উন্নয়নে যাবে. গ্রিন ইডেনে খেলার জন্য উচ্ছ্বসিত.

VIEW MORE
advertisement
advertisement