ভাষার টানে সীমানা পার, সাইকেলে বাংলাদেশ

Last Updated:

১৪ ফেব্রুয়ারির সকাল ৷ বিশ্বজুড়ে সবাই তখন ভালোবাসার উদযাপনে ব্যস্ত ৷ সেজেগুজে প্রেমের উৎসবে সামিল হতে পথে নেমেছে অনেকে ৷ কারোর হাতে লাল গোলাপ, কারোর হাতে রঙিন মোড়কে জড়ানো উপহার ৷ এই ভালোবাসার উৎসবে সামিল হয়েছেন ছয় অ্যাডভেঞ্চার প্রিয় বাঙালি যুবকও ৷ বাকিদের থেকে একটু আলাদা এরা ৷ প্রেম দিবসে বাংলা মায়ের প্রতি ভালোবাসা জানাতে পথে নেমেছে এই ছয় পশ্চিমবঙ্গীয় যুবক ৷ সাত দিনে ৩৩০ কিমি সাইকেল চালিয়ে এরা পৌঁছবে বাংলাদেশে ৷ দৌড়ে পার করবে কাঁটাতার ৷ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদিতে বাংলাভাষা-কে শ্রদ্ধার্ঘ্য অর্পণই এদের উদ্দেশ্য ৷

#কলকাতা: ১৪ ফেব্রুয়ারির সকাল ৷ বিশ্বজুড়ে সবাই তখন  ভালোবাসার উদযাপনে ব্যস্ত ৷ সেজেগুজে প্রেমের উৎসবে সামিল হতে পথে নেমেছে অনেকে ৷ কারোর হাতে লাল গোলাপ, কারোর হাতে রঙিন মোড়কে জড়ানো উপহার ৷ এই ভালোবাসার উৎসবে সামিল হয়েছেন ছয় অ্যাডভেঞ্চার প্রিয়
বাঙালি যুবকও ৷ বাকিদের থেকে একটু আলাদা এরা ৷ প্রেম দিবসে বাংলা মায়ের প্রতি ভালোবাসা জানাতে পথে নেমেছে এই ছয় পশ্চিমবঙ্গীয় যুবক ৷ সাত দিনে ৩৩০ কিমি সাইকেল চালিয়ে পাঁচ জন পৌঁছবে বাংলাদেশে ৷  এদের সাইকেলের সঙ্গেই পাল্লা দিয়ে দৌড়ে কাঁটাতার পেরবে ষষ্ঠজন ৷ ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদ বেদিতে বাংলাভাষা-কে শ্রদ্ধার্ঘ্য অর্পণই এদের উদ্দেশ্য ৷
advertisement
DSC_5741_01
advertisement
কাঁটাতারে দেশ ভাগ হয়, কিন্তু হৃদয় ভাগ হবে কিসে? তাই কাঁটাতারের বেড়াকে তুচ্ছ করে এপার বাংলার ভালোবাসা ওপারে পৌঁছে দিতে অ্যাডভেঞ্চার স্পোর্টস অর্গানাইজেশন ‘টাচ অফ হেভেন’আয়োজন করেছে কলকাতা-ঢাকা ইন্টারকান্ট্রি সাইকেল এক্সপিডিশন ৷ রবিবার দু’দেশের বাঙালি হৃদয়ের মৈত্রীর বার্তা নিয়ে চন্দন বিশ্বাসের নেতৃত্বে শুরু হল ‘অক্ষরযাত্রা’৷ চন্দন বিশ্বাস ছাড়াও এই এক্সপিডিশনে অংশ নিচ্ছেন অঙ্কুর বর্মন, রাহুল সেন, রজত সাহা, সুব্রত চ্যাটার্জি ৷ এই পাঁচজনের সঙ্গেই পুরো রাস্তাটা দৌড়ে যাবেন রেন্সডেল ম্যানুয়েল ৷
advertisement
10352555_10207851912163037_729292166898228288_n
প্রতিদিন প্রায় ১০ ঘন্টা সাইকেল চালাতে হবে এই পাঁচজনকে ৷ ওদের সঙ্গে পুরোটা সময় দৌড়াবেন রেন্সডেল ৷ রবিবার ময়দান থেকে যাত্রা শুরু করে বনগাঁ, যশোর, মাগুরা হয়ে বুধবার ফরিদপুর পৌঁছলেন এই তরুণ ব্রিগেড ৷ বাকি এখনও অনেকটা পথ ৷ শহীদের রক্তে রাঙানো ২১শে, মাতৃভাষার প্রতি ভালোবাসার উদযাপনে মাতবে ঢাকা ৷ কাঁটাতারের বাধা ভুলে এপারের ছয় বাঙালি  দৌড়ে আর দু’চাকায় চড়ে, চলেছে সেই সৌভ্রাতৃত্বের উৎসবে যোগ দিতে ৷
বাংলা খবর/ খবর/ওপার বাংলা/
ভাষার টানে সীমানা পার, সাইকেলে বাংলাদেশ
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি, উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস ! রইল আবহাওয়ার আপডেট
  • দক্ষিণের জেলাগুলিতে হালকা বৃষ্টি

  • উত্তরবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস !

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement