অনলাইনে এবার বাংলাদেশের ‘আইসক্রিম’ !
Last Updated:
বলিউড, হলিউড আর এবার ঢালিউড ! পরিচালক রেদওয়ান রনি-র হাত ধরে বাংলাদেশে প্রথমবার প্রকাশ্যে এল সিনেমার মোশন পোস্টার ৷ ছবির নাম ‘আইসক্রিম’ ৷
#ঢাকা: বলিউড, হলিউড আর এবার ঢালিউড ! পরিচালক রেদওয়ান রনি-র হাত ধরে বাংলাদেশে প্রথমবার প্রকাশ্যে এল সিনেমার মোশন পোস্টার ৷ ছবির নাম ‘আইসক্রিম’ ৷ একেবারে প্রেমে ঠাসা এই ছবির গল্প ৷ শুধু মোশন পোস্টারই নয়, বহুদিনের অপেক্ষা কাটিয়ে পরিচালক রেদওয়ান রনি জানিয়ে দিলেন, পয়লা বৈশাখেই দর্শকদের উপহার দেব এই ‘আইসক্রিম’ ৷ ঢালিউডের গুঞ্জনে শোনা যাচ্ছে, অনলাইনেও নাকি ছবির বিশেষ প্রোমোশন করবেন রনি ৷ ছবিতে অভিনয় করেছেন, কুমার উদয়, নাজিফা তুষি ও রাজ ৷
Location :
First Published :
March 01, 2016 8:13 PM IST