রেস্তোরাঁর ভিতরে পণবন্দিদের নৃশংসভাবে কুপিয়ে খুন, নিহত ১ ভারতীয়
Last Updated:
শুক্রবার রাতে রেস্তোঁরা হলি আর্টিজান বেকারিতে ২০ জন পণবন্দিকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে জঙ্গিরা ৷
#ঢাকা: শুক্রবার রাতেই রেস্তোঁরা হলি আর্টিজান বেকারিতে ২০ জন পণবন্দিকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে জঙ্গিরা ৷ সাংবাদিক সম্মেলনে এই তথ্যই জানালেন সেনা প্রধান ৷ নিহতদের মধ্যে রয়েছেন একজন ভারতীয় ৷
অপারেশন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মিলিটারি অপারেশনের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজিম আশফাক চৌধুরী জানান, অভিযান শেষে ওই কাফের ভেতর থেকে ২০টি মৃতদেহ উদ্ধার করেছে সেনা বাহিনী। তবে এই ২০ জনের পরিচয়ে নিশ্চিত করা হয়নি। সেনার দাবি, সেনা অভিযান শুরুর আগেই গতকাল রাতে এদের খুন করেছে জঙ্গিরা ৷
এই ২০ জন পণবন্দির মধ্যে ১১ জনই বিদেশি নাগরিক ৷ নিহতদের মধ্যে রয়েছে তারুষি নামে এক ভারতীয় মহিলা ৷ বাকিরা জাপান, শ্রীলঙ্কা, ইতালি,আর্জেন্টিনার বাসিন্দা ৷ এদিন সকালে ১৩ জন পণবন্দিকে সুস্থভাবে উদ্ধার করতে সক্ষম হয় সেনাবাহিনী ৷ সেনা সূত্রে খবর, এদের মধ্যে একজন জাপানের নাগরিক এবং বাকি দু’জন শ্রীলঙ্কার নাগরিক ৷
advertisement
advertisement
যদিও ১৩ মিনিটের অপারেশন থান্ডারবোল্ট-এর মাধ্যমে রেস্তোরাঁকে জঙ্গিমুক্ত করে সেনা ৷ শুক্রবার রাতে হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় মোট নয় জন জঙ্গি ৷ সেনার গুলিতে নিহত ছয় জঙ্গি ৷ অন্য একজন জঙ্গিকে জীবিত অবস্থায় আটক করেছে সেনা ৷ বাকি দুই জঙ্গি পলাতক বলে দাবি সেনার ৷ পলাতক জঙ্গিদের খোঁজে গোটা ঢাকা জুড়ে চলছে তল্লাশি ৷ ভারত-ঢাকা সীমান্তে বাড়ানো হয়েছে নিরাপত্তা ৷ সমস্ত আন্তর্জাতিক উড়ানের উপর নজর রেখেছে সেনাবাহিনী ৷
advertisement
ব্রিগেডিয়ার জেনারেল নাজিম আশফাক চৌধুরী সাংবাদিক সম্মেলনের শুরুতেই জানান, গুলশান-২ নম্বরের ৭৯ নম্বর সড়কের হলি আর্টিজান বেকারি নামের একটি রেস্তোরাঁয় দুষ্কৃতকারীরা গুলি ছুড়তে ছুড়তে ভেতরে প্রবেশ করে। রেস্তোরাঁর সবাইকে পণবন্দি করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রেস্তোরাঁ ঘিরে ফেলে বাংলাদেশ পুলিশের বিশেষ দল আরএবি ৷ পুলিশ-র্যাব ও বিজিবির সাহসিকতা, আন্তরিকতা ও পেশাদারির প্রশংসা করেন সেনা প্রধান ৷
advertisement
ব্রিগেডিয়ার জেনারেল নাজিম আশফাক চৌধুরী অভিযান সম্পর্কে বলেন, জঙ্গিদের কাছে AK-22 রাইফেল ও পিস্তল ছিল ৷ এছাড়া চপার ও প্রচুর গ্রেনেড তাদের সংগ্রহে ছিল বলে জানিয়েছেন তিনি ৷ রাত থেকেই অপারেশনে নামে সেনাবাহিনী ৷ এদিন সকালে পুলিশ-র্যাবের সঙ্গে অপারেশনে যোগ দেয় ১০০ জন কম্যান্ডো ৷ সকাল ৭.৪০ মিনিট থেকে অপারেশন শুরু সেনা ৷ ১৩ মিনিটের অপারেশন থান্ডারবোল্টের মাধ্যমে জঙ্গি মুক্ত করা হয় কাফেটিকে ৷ নৌবাহিনী ও বিমানবাহিনীও অপারেশনে অংশ নিয়েছিব বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল ৷
advertisement
ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে জঙ্গিদের ব্যবহৃত পিস্তল, ফোল্ডেট বাঁট AK-22 রাইফেল, বিস্ফোরক আইইডি, ওয়াকিটকি সেট ও অনেক ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে ৷ সেনা প্রধান জানিয়েছেন, এদিন অভিযানে অংশগ্রহণকারী সদস্যদের কেউ হতাহত হয়নি। তবে শুক্রবার রাত থেকে জঙ্গিদের ছোঁড়া গুলি ও গ্রেনেডে আহত হয়েছেন ২০ জন পুলিশকর্মী ৷ আহতরা রাজধানীর সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ৷
advertisement
এই জঙ্গি হামলায় ২০ জন পণবন্দি ছাড়াও শুক্রবার রাতে জঙ্গিদের গুলিতে নিহত হন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন ৷ তাঁদের আত্মার শান্তি কামনা করে ব্রিগেডিয়ার জেনারেল নাজিম আশফাক চৌধুরী বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় সার্বিক কৌশলের মাধ্যমে অতি দ্রুততার সঙ্গে অভিযান সফল করার জন্য সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সরকারপ্রধানের সময়োচিত, সাহসী, দৃঢ় ও সঠিক দিকনির্দেশনার জন্য এই অভিযান সফল হয়েছে। তদন্ত সাপেক্ষে এই ঘটনার বিষয়াবলি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আপনাদের জানানো হবে।’
advertisement
সংবাদ সম্মেলনে প্যারাকম্যান্ডার ব্যাটলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. এম এম ইমরুল হাসান, র্যাব, পুলিশ ও বিজিবির মুখপাত্ররাও উপস্থিত ছিলেন ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 02, 2016 1:36 PM IST