শেখ জামাল কাপ খেলতে বাংলাদেশে র‌্যান্টিরা

Last Updated:

পুজোর মধ্যেই শেখ কামাল আন্তর্জাতিক কাপ খেলতে বাংলাদেশ পৌঁছল ইস্টবেঙ্গল। র‌্যান্টি মার্টিন্সের ফিটনেস নিয়ে কিছুটা চিন্তায় কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। শনিবার অনুশীলন ম্যাচে নাইজেরিয়ান গোলমেশিন জোড়া গোল করা সত্ত্বেও ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘‘র‌্যান্টি এখনও পুরো ফিট নয়। কিন্তু আগের চেয়ে উন্নতি করেছে।’’

#ঢাকা: পুজোর মধ্যেই শেখ কামাল আন্তর্জাতিক কাপ খেলতে বাংলাদেশ পৌঁছল ইস্টবেঙ্গল। র‌্যান্টি মার্টিন্সের ফিটনেস নিয়ে কিছুটা চিন্তায় কোচ বিশ্বজিৎ ভট্টাচার্য। শনিবার অনুশীলন ম্যাচে নাইজেরিয়ান গোলমেশিন জোড়া গোল করা সত্ত্বেও  ইস্টবেঙ্গল কোচ বলছেন, ‘‘র‌্যান্টি এখনও পুরো ফিট নয়। কিন্তু আগের চেয়ে উন্নতি করেছে।’’
বাংলাদেশ যাওয়ার আগেই দুঃসংবাদ লাল হলুদে। আইএসএলে আটলেটিকো দে কলকাতার বিরুদ্ধে যুবভারতীতে খেলতে গিয়ে চোট পেয়েছিলেন কেরল ব্লাস্টার্সের গুরবিন্দর সিংহ। সূত্রের খবর, পঞ্জাবি এই ডিফেন্ডারের চোটের যা পরিস্থিতি তাতে সম্ভবত তিন মাস তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। সে ক্ষেত্রে আই লিগের শুরুতে নাও পাওয়া যেতে পারে গুরবিন্দরকে। তবে কোচ বিশ্বজিত্ দাবি করলেন, ‘‘আমার সঙ্গে গুরবিন্দরের কথা হয়েছে। ও বলল, ওকে ডাক্তার এক সপ্তাহ বিশ্রাম নিতে বলেছে। তার পর কী হয় জানা যাবে।’’ বাংলাদেশে ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ ২০ অক্টোবর। প্রতিপক্ষ চট্টগ্রামের আবাহনী।
বাংলা খবর/ খবর/ওপার বাংলা/
শেখ জামাল কাপ খেলতে বাংলাদেশে র‌্যান্টিরা
Next Article
advertisement
Durga Puja 2025: শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
শারদ আনন্দ ছুঁয়ে যাবে ওঁদেরকেও, প্রকাশিত হল পুজো মণ্ডপের ব্রেইল গাইড!
  • চোখের দৃষ্টিতে যাঁদের শুধুই অন্ধকার, তাঁদের জন্য অনুভূতিই সব। শারদোৎসবের আমেজ-উদ্দীপনায় তাঁরা যাতে পিছিয়ে না পড়েন, তার জন্য নেওয়া হল অভিনব উদ্যোগ।

VIEW MORE
advertisement
advertisement