মাঠেই খুন ক্রিকেটার !
Last Updated:
২২ গজে 'নো বল' নিয়ে বচসা। খেলা চলাকালীনই হাতাহাতি, তারপর একেবারে চরম পরিণতি। ১৬ বছরের ক্রিকেটারকে ক্রিকেট স্ট্যাম্প দিয়েই পিটিয়ে খুন করা হল। এমন নক্কারজনক ঘটনা ঘটল বাংলাদেশের রাজধানী ঢাকায়।
#ঢাকা: ক্রিকেট মাঠে এখন বলের আঘাতে মৃত্যুর ঘটনা প্রায়শই শোনা যাচ্ছে ৷ কিন্তু এবার আর দুর্ঘটনা নয়, খুনের ঘটনা ঘটল ক্রিকেট মাঠে ৷ ২২ গজে ‘নো বল’ নিয়ে বচসা ৷ আর তাতেই খুন করে ফেলা হল ক্রিকেটারকে ৷ ১৬ বছরের ক্রিকেটারটিকে স্টাম্প দিয়ে পিটিয়ে খুন করা হল ৷ ঘটনাটি ঘটেছে বাংলাদেশের রাজধানী ঢাকায় ৷ মৃতের নাম বাবুল সিকদার ৷ প্রত্যক্ষদর্শীরা জানায়, ম্যাচে উইকেটকিপিং করছিল বাবুল ৷ পরপর কয়েকটা নো বল হলে বচসা বাধে ৷ আর তাতেই স্টাম্প তুলে বাবুলের মাথায় সজোরে আঘাত করে ব্যাটসম্যান ৷ মাঠেই লুটিয়ে পড়ে বাবুল ৷ মাথা ফেটে প্রচুর রক্তক্ষরণ হয় ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর ৷