পাক পেস আক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে ফাইনালে বাংলাদেশ

Last Updated:

পাকিস্তান- ১২৯/ ৭ (২০ ওভার) বাংলাদেশ- ১৩১/ ৫ (১৯.১ ওভার) ৫ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ী বাংলাদেশ

পাকিস্তান- ১২৯/ ৭ (২০ ওভার)

বাংলাদেশ- ১৩১/ ৫ (১৯.১ ওভার)

৫ বল বাকি থাকতেই ৫ উইকেটে জয়ী বাংলাদেশ

advertisement
#মীরপুর:  টি-২০ বিশ্বকাপ দোরগোড়ায় ৷ তা জানা সত্ত্বেও পাক অধিনায়ক শাহিদ আফ্রিদিকে বিন্দুমাত্র সৌজন্যতা দেখাচ্ছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড ৷ বরং স্পষ্ট বলে দেওয়া হয়েছে যে বিশ্বকাপের পর আফ্রিদি খেলা চালিয়ে যাবেন কি না, সেটা  সম্পূর্ণ তাঁর নিজের সিদ্ধান্ত৷ কারণ পিসিবি তাঁকে নিয়ে আর কোনও দায়িত্ব নেবে না ৷এমন অপমানের জবাব হয়তো খেলার মাঠেই দিতে পারতেন সদ্য ৩৬ -এ ( আফ্রিদির আসল বয়স যদিও ৪০-এর উপরে ) পা দেওয়া আফ্রিদি ৷ কিন্তু সেই কাজেও একেবারেই ব্যর্থ তিনি এবং তাঁর দল ৷ আমিরশাহীর বিরুদ্ধে গত ম্যাচে জেতার পরেই আফ্রিদি শপথ নিয়েছিলেন বাংলাদেশ আর শ্রীলঙ্কার বিরুদ্ধে পরের ম্যাচগুলিতে আর কোনও ভুল করবেন না তাঁরা ৷ কিন্তু কোথায় কী, মীরপুরে বুধবারও পাকিস্তানের কঙ্কালসার চেহারাটা আরও একবার প্রকট হল ৷ অন্যদিকে ৫ উইকেটে ম্যাচ জিতে এশিয়া কাপের ফাইনালে পৌঁছে গেল বাংলাদেশ ৷
advertisement
Bangladesh asia cup final
শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচ জেতার পরেই ঘরের মাঠে টুর্নামেন্টের ফাইনালে ওঠার ব্যাপারে আরও এক ধাপ এগিয়ে গিয়েছিলেন সাকিবরা ৷ এদিন আমিন হোসেন এবং আরাফাত সানির দুরন্ত বোলিং-এর সৌজন্যে নির্ধারিত ২০ ওভারে ১২৯ রানের বেশি স্কোরবোর্ডে তুলতে পারেনি পাকিস্তান ৷ কিন্তু আফ্রিদিদের ব্যাটিং বা ফিল্ডিং যতোই খারাপ হোক না কেন, বোলিং তো এখনও বিশ্বমানেরই আছে ৷ একদিক থেকে মহম্মদ সামি এবং অন্যদিক থেকে মহম্মদ আমেরকে লেলিয়ে দিয়ে বিপক্ষকে ভালোমতোই নাস্তানুবুদ করছিলেন আফ্রিদি ৷ বাংলাদেশী ওপেনার সৌম্য সরকার (৪৮) যদিও মাথা ঠান্ডা রেখে ব্যাটটা ঠিকঠাকই করছিলেন ৷কারণ তিনি বাদে বাংলাদেশি টপ অর্ডার এদিন ব্যর্থই বলা চলে ৷ বিশেষত নির্বাসন থেকে বহু বছর পর ক্রিকেটের মূলস্রোতে ফেরা পাক পেসার আমেরের কাছে এদিন ভালোমতোই নাকানি-চোবানি খেতে হয়েছে মোর্তাজাদের ৷  ১০৪ রানে দলের ৫ উইকেট পড়তে সাময়িক চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ ৷ কিন্তু তারপরেই ক্রিজে নেমে কাজের কাজটি করেন বাংলাদেশ অধিনায়ক মোর্তাজা (১২ নট আউট) এবং মাহমুদুল্লাহ (২২ নট আউট) ৷আর একেবারে ১৯ তম ওভারে গিয়ে মোক্ষম সময় দুটো নো বল করেই ম্যাচ বিপক্ষকে উপহার দিয়ে বসেন পাকিস্তানের অভিজ্ঞ পেসার মহম্মদ সামি ৷ একটা সুযোগই ভালোমতো কাজে লাগাতে সফল মোর্তাজারা ৷ পাঁচ বল বাকি থাকতেই ৬ তারিখের ফাইনালের টিকিট জোগাড় করতে বিশেষ সমস্যায় পড়তে হয়নি বাংলাদেশকে ৷
view comments
বাংলা খবর/ খবর/ওপার বাংলা/
পাক পেস আক্রমণকে বুড়ো আঙুল দেখিয়ে ফাইনালে বাংলাদেশ
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement