বাংলাদেশে ভূমিধস, মৃতের সংখ্যা কমপক্ষে ৩৫

Last Updated:

এর আগে মোরা ঘূর্ণি ঝড় ৷ আর এবার প্রবল বর্ষায় ভূমিধস ৷ বাংলাদেশের চট্টগ্রামস রাঙামাটি ও বান্দরবন জেলায় প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে বেশ কিছু মানুষের ৷

#ঢাকা: এর আগে মোরা ঘূর্ণি ঝড় ৷ আর এবার প্রবল বর্ষায় ভূমিধস ৷ বাংলাদেশের চট্টগ্রামস রাঙামাটি ও বান্দরবন জেলায় প্রবল বৃষ্টি ও ভূমিধসের কারণে মৃত্যু হয়েছে বেশ কিছু মানুষের ৷ বাংলাদেশের সংবাদমাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, চট্টগ্রামের চন্দনাইশে ৪ জন, রাঙ্গামাটির সদর উপজেলা ও কাপ্তাইয়ে ১০ জন এবং বান্দরবানের সদরে ৬ জন নিহত হয়েছেন। বেশ কয়েকজন নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।
প্রথম আলো-তে প্রকাশিত খবর অনুযায়ী, গতকাল সোমবার থেকে আজ পর্যন্ত টানা বৃষ্টিতে রাঙামাটির বিভিন্ন স্থানে পাহাড়ধসে মৃত্যুর ঘটনা ঘটেছে। এখনো সেখানে মুষলধারে বৃষ্টি পড়ছে।
অন্যদিকে রাঙামাটির সদর উপজেলার মানিকছড়ি এলাকায় পাহাড়ধসে সেনাবাহিনীর একটি ক্যাম্পে হতাহত হওয়ার ঘটনা ঘটেছে। প্রবণ বর্ষণে চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ওপর ধসে পড়ে ক্যাম্পটি। এতে বেশ কয়েকজন সেনাসদস্য আটকে পড়েছেন।
advertisement
advertisement
জানা গিয়েছে, ক্যাম্পটি পাহাড়ের ওপরে ছিল। প্রবল বর্ষণে পাহাড়ের বিধ্বস্ত অংশের সঙ্গে ক্যাম্পটিও পড়ে যায়। ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে সেনাবাহিনী ও ফায়ার ব্রিগেড।
বাংলা খবর/ খবর/Uncategorized/
বাংলাদেশে ভূমিধস, মৃতের সংখ্যা কমপক্ষে ৩৫
Next Article
advertisement
West Bengal Weather Update: পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা ! জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা
  • পুজোর মুখেই নিম্নচাপের আশঙ্কা !

  • জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে

VIEW MORE
advertisement
advertisement