বিশ্বের শুষ্কতম মরু চিলির আটাকামায় রংবাহারি ফুলের মেলা, দেখুন প্রকৃতির বিস্ময়ের ছবি

Last Updated:

Atacama desert flower bloom: মরুর বুকে ফুলের ছবি দেখে বিস্ময়ে হতবাক নেটিজেনরা

শুষ্ক জনবিরল মরুভূমিই জেগে ওঠে রংবাহারি ফুলের সাজে
শুষ্ক জনবিরল মরুভূমিই জেগে ওঠে রংবাহারি ফুলের সাজে
চিলি উত্তর অংশে আটাকামা বিশ্বের প্রাচীনতম এবং শুষ্কতম মরুভূমি ৷ তবে আমরা অনেকেই জানি না প্রকৃতির খেয়ালে এই শুষ্ক জনবিরল মরুভূমিই জেগে ওঠে রংবাহারি ফুলের সাজে ৷ বিস্ময়কর সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক সুশান্ত নন্দ ৷ মরুর বুকে ফুলের ছবি দেখে বিস্ময়ে হতবাক নেটিজেনরা ৷ বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, সাধারণত প্রচুর ও আশাতীত বৃষ্টিপাতের ফলেই এই ঘটনা ঘটে ৷ প্রকৃতির বিস্ময় এই ঘটনাকে বলা হয় ‘ডেসিয়ের্তো ফ্লোরিডো’ অর্থাৎ ফ্লাওয়ারিং ডেজার্ট বা মরুভূমিতে ফুলের মেলা৷
তাঁর পোস্টে আইএফএস আধিকারিক সুশান্ত লিখেছেন, ‘‘চিলির আটাকামা মরুভূমি বিশ্বের শুষ্কতম স্থান বলে পরিচিত ৷ প্রতি বছর এখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার ৷ এখানে এমনও কিছু আবহাওয়া অঞ্চল আছে, যেখানে কোনওদিন বৃষ্টির রেকর্ডই হয়নি৷ কিন্তু যখন আটাকামা মরুতে বৃষ্টি হয়, তখন ফুলের সাজে রূপকথার দেশের মতো দেখতে লাগে ৷’’
advertisement
বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, ভিন্নমুখী বাতাসে মরুভূমির বুকে উড়ে আসে বীজ ৷ সেগুলি সু্প্ত হয়ে থাকে মরুর ভূস্তরে ৷ বৃষ্টির জল পেয়ে সেগুলিতে অঙ্কুরোদ্গম হয় ৷ প্রতি ৫ থেকে ৭ বছরে একবার এই দৃশ্য দেখা যায় আটাকামায় ৷
advertisement
advertisement
আরও পড়ুন : জন্মাষ্টমীর পর এ বার লন্ডনে ‘গৌ পূজা’ করলেন নারায়ণ-জামাতা ঋষি সুনক
সুশান্ত নন্দর শেয়ার করা এই ছবিতে অগণিত মন্তব্য এসেছে ৷ অজস্রবার পোস্টটি রিট্যুইট করা হয়েছে ৷ নেটিজেনরা তাঁদের বাহারি মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স ৷ একজন লিখেছেন ‘এটাই প্রকৃতির অনির্বচনীয় রূপ৷’ আর একজন লিখেছেন ‘প্রকৃতির বিস্ময়৷’ আর একজনের মনে পড়েছে তাঁর আটাকামা ভ্রমণের স্মৃতি ৷ লিখেছেন, ‘‘আমি যখন আটাকামায় গিয়েছিলাম তখন আকাশ মেঘলা ছিল ৷ রাতে কোনও তারা দেখা যায়নি৷ আমি আটাকামা মরুভূমিতে বৃষ্টি দেখেছি৷ তবে ফুল ফোটার আগেই আমি চিলি ছেড়ে চলে আসি৷’’
advertisement
আরও পড়ুন :  পরনে শাড়ি? নাকি লেহঙ্গা? সৈকতে একঝাঁক বিকিনিসুন্দরীদের মাঝে ভারতীয় সাজে তরুণীর ভিডিও ভাইরাল
চিলির আটাকামা মরুভূমিতে প্রায় ২০০ রকমের বনফুলের গাছ আছে ৷ বৃষ্টি পড়লে সেগুলি বিকশিত হয় ৷ কয়েক হাজার ফুলের রঙের চাদরে ঢেকে যায় শুষ্কতা৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
বিশ্বের শুষ্কতম মরু চিলির আটাকামায় রংবাহারি ফুলের মেলা, দেখুন প্রকৃতির বিস্ময়ের ছবি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement