বিশ্বের শুষ্কতম মরু চিলির আটাকামায় রংবাহারি ফুলের মেলা, দেখুন প্রকৃতির বিস্ময়ের ছবি
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Atacama desert flower bloom: মরুর বুকে ফুলের ছবি দেখে বিস্ময়ে হতবাক নেটিজেনরা
চিলি উত্তর অংশে আটাকামা বিশ্বের প্রাচীনতম এবং শুষ্কতম মরুভূমি ৷ তবে আমরা অনেকেই জানি না প্রকৃতির খেয়ালে এই শুষ্ক জনবিরল মরুভূমিই জেগে ওঠে রংবাহারি ফুলের সাজে ৷ বিস্ময়কর সেই ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন ইন্ডিয়ান ফরেস্ট সার্ভিসের আধিকারিক সুশান্ত নন্দ ৷ মরুর বুকে ফুলের ছবি দেখে বিস্ময়ে হতবাক নেটিজেনরা ৷ বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, সাধারণত প্রচুর ও আশাতীত বৃষ্টিপাতের ফলেই এই ঘটনা ঘটে ৷ প্রকৃতির বিস্ময় এই ঘটনাকে বলা হয় ‘ডেসিয়ের্তো ফ্লোরিডো’ অর্থাৎ ফ্লাওয়ারিং ডেজার্ট বা মরুভূমিতে ফুলের মেলা৷
তাঁর পোস্টে আইএফএস আধিকারিক সুশান্ত লিখেছেন, ‘‘চিলির আটাকামা মরুভূমি বিশ্বের শুষ্কতম স্থান বলে পরিচিত ৷ প্রতি বছর এখানে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১৫ মিলিমিটার ৷ এখানে এমনও কিছু আবহাওয়া অঞ্চল আছে, যেখানে কোনওদিন বৃষ্টির রেকর্ডই হয়নি৷ কিন্তু যখন আটাকামা মরুতে বৃষ্টি হয়, তখন ফুলের সাজে রূপকথার দেশের মতো দেখতে লাগে ৷’’
advertisement
বিবিসি-র প্রতিবেদন অনুযায়ী, ভিন্নমুখী বাতাসে মরুভূমির বুকে উড়ে আসে বীজ ৷ সেগুলি সু্প্ত হয়ে থাকে মরুর ভূস্তরে ৷ বৃষ্টির জল পেয়ে সেগুলিতে অঙ্কুরোদ্গম হয় ৷ প্রতি ৫ থেকে ৭ বছরে একবার এই দৃশ্য দেখা যায় আটাকামায় ৷
advertisement
The Atacama Desert in Chile is known to be the driest place on Earth. Average rainfall is 15mm/ year. Some weather stations have never received rainfall at all.
But when it receives higher rains, it blooms like a fairy land. pic.twitter.com/jOoj3jH2Eb — Susanta Nanda IFS (@susantananda3) August 21, 2022
advertisement
আরও পড়ুন : জন্মাষ্টমীর পর এ বার লন্ডনে ‘গৌ পূজা’ করলেন নারায়ণ-জামাতা ঋষি সুনক
সুশান্ত নন্দর শেয়ার করা এই ছবিতে অগণিত মন্তব্য এসেছে ৷ অজস্রবার পোস্টটি রিট্যুইট করা হয়েছে ৷ নেটিজেনরা তাঁদের বাহারি মন্তব্যে ভরিয়ে দিয়েছেন কমেন্ট বক্স ৷ একজন লিখেছেন ‘এটাই প্রকৃতির অনির্বচনীয় রূপ৷’ আর একজন লিখেছেন ‘প্রকৃতির বিস্ময়৷’ আর একজনের মনে পড়েছে তাঁর আটাকামা ভ্রমণের স্মৃতি ৷ লিখেছেন, ‘‘আমি যখন আটাকামায় গিয়েছিলাম তখন আকাশ মেঘলা ছিল ৷ রাতে কোনও তারা দেখা যায়নি৷ আমি আটাকামা মরুভূমিতে বৃষ্টি দেখেছি৷ তবে ফুল ফোটার আগেই আমি চিলি ছেড়ে চলে আসি৷’’
advertisement
আরও পড়ুন : পরনে শাড়ি? নাকি লেহঙ্গা? সৈকতে একঝাঁক বিকিনিসুন্দরীদের মাঝে ভারতীয় সাজে তরুণীর ভিডিও ভাইরাল
চিলির আটাকামা মরুভূমিতে প্রায় ২০০ রকমের বনফুলের গাছ আছে ৷ বৃষ্টি পড়লে সেগুলি বিকশিত হয় ৷ কয়েক হাজার ফুলের রঙের চাদরে ঢেকে যায় শুষ্কতা৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2022 10:24 AM IST