কানাডায় ফুটপাতের উপর উঠে এল ট্রাক, পিষে দিল ১০ জনকে
Last Updated:
ফিরে এল ফ্রান্সের নিসের বাস্তিল ডে’র সেই হাড়হিম করা স্মৃতি ৷ এবার কানাডার টোরেন্টোতে ৷ ফুটপাতের উপর হঠাৎই উঠে এল উন্মত্ত ট্রাক ৷
#টোরেন্টো: ফিরে এল ফ্রান্সের নিসের বাস্তিল ডে’র সেই হাড়হিম করা স্মৃতি ৷ এবার কানাডার টোরেন্টোতে ৷ ফুটপাতের উপর হঠাৎই উঠে এল উন্মত্ত ট্রাক ৷ মুহূর্তে পিষে দিয়ে গেল ১০ জনকে ৷ আহত ১৬ জন ৷ ট্রাক চালককে আটক করেছে পুলিশ ৷ তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এই হামলার সঙ্গে জঙ্গিদের কোনও যোগসূত্র পাওয়া যায়নি ৷
advertisement
সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ টোরেন্টোর অফিস পাড়া ছিল ভিড়ে ঠাসা ৷ দুপুরের লাঞ্চ সারতে সেই সময় বাইরে বেরিয়েছিলেন অফিসকর্মীরা ৷ তখনই একটি সাদা রাইডার ভ্যান ছুটে আসে দ্রুত গতিতে ৷ সোজা উঠে যায় ফুটপাতের উপর ৷ মত্ত ট্রাকটির তলায় পিষে যান নয় জন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয় ৷
advertisement
প্রত্যক্ষদর্শীরা মতে, সম্পূর্ণ সজ্ঞানে এই ঘটনা ইচ্ছে করেই ঘটিয়েছেন অভিযুক্ত চালক ৷ আলেক মিনাসিয়ান নামে বছর পঁচিশের ওই চালককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে কেন সে এমন কাজ করল, তার কারণ এখনও স্পষ্ট নয় ৷ পুলিশ জানিয়েছে গ্রেফতার করার সময় সে‘আমাকে মেরে ফেল’বলে চিৎকার করছিল ৷
advertisement
টোরেন্টোর পুলিশ প্রধান মার্ক সউনদের এই ঘটনাটে ‘ইচ্ছাকৃত’বলে মন্তব্য করেন ৷ মানব সুরক্ষামন্ত্রী রল্ফ গদালে বলেন, ‘‘সমস্ত দিক খতি দেখে মনে করা হচ্ছে এই ঘটনার সঙ্গে জাতীয় নিরাপত্তার কোনও বিষয় যুক্ত নয় ৷ তবে এটা টোরেন্টোর জন্য ভয়ঙ্করতম দিন ৷’’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 24, 2018 9:11 AM IST