কানাডায় ফুটপাতের উপর উঠে এল ট্রাক, পিষে দিল ১০ জনকে

Last Updated:

ফিরে এল ফ্রান্সের নিসের বাস্তিল ডে’র সেই হাড়হিম করা স্মৃতি ৷ এবার কানাডার টোরেন্টোতে ৷ ফুটপাতের উপর হঠাৎই উঠে এল উন্মত্ত ট্রাক ৷

#টোরেন্টো: ফিরে এল ফ্রান্সের নিসের বাস্তিল ডে’র সেই হাড়হিম করা স্মৃতি ৷ এবার কানাডার টোরেন্টোতে ৷ ফুটপাতের উপর হঠাৎই উঠে এল উন্মত্ত ট্রাক ৷ মুহূর্তে পিষে দিয়ে গেল ১০ জনকে ৷ আহত ১৬ জন ৷ ট্রাক চালককে আটক করেছে পুলিশ ৷ তবে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, এই হামলার সঙ্গে জঙ্গিদের কোনও যোগসূত্র পাওয়া যায়নি ৷
advertisement
সোমবার স্থানীয় সময় দুপুর দেড়টা নাগাদ টোরেন্টোর অফিস পাড়া ছিল ভিড়ে ঠাসা ৷ দুপুরের লাঞ্চ সারতে সেই সময় বাইরে বেরিয়েছিলেন অফিসকর্মীরা ৷ তখনই একটি সাদা রাইডার ভ্যান ছুটে আসে দ্রুত গতিতে ৷ সোজা উঠে যায় ফুটপাতের উপর ৷ মত্ত ট্রাকটির তলায় পিষে যান নয় জন ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁদের ৷ আহতদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয় ৷
advertisement
Photo: Twitter Photo: Twitter
প্রত্যক্ষদর্শীরা মতে, সম্পূর্ণ সজ্ঞানে এই ঘটনা ইচ্ছে করেই ঘটিয়েছেন অভিযুক্ত চালক ৷ আলেক মিনাসিয়ান নামে বছর পঁচিশের ওই চালককে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে কেন সে এমন কাজ করল, তার কারণ এখনও স্পষ্ট নয় ৷ পুলিশ জানিয়েছে গ্রেফতার করার সময় সে‘আমাকে মেরে ফেল’বলে চিৎকার করছিল ৷
advertisement
টোরেন্টোর পুলিশ প্রধান মার্ক সউনদের এই ঘটনাটে ‘ইচ্ছাকৃত’বলে মন্তব্য করেন ৷ মানব সুরক্ষামন্ত্রী রল্ফ গদালে বলেন, ‘‘সমস্ত দিক খতি দেখে মনে করা হচ্ছে এই ঘটনার সঙ্গে জাতীয় নিরাপত্তার কোনও বিষয় যুক্ত নয় ৷ তবে এটা টোরেন্টোর জন্য ভয়ঙ্করতম দিন ৷’’
বাংলা খবর/ খবর/বিদেশ/
কানাডায় ফুটপাতের উপর উঠে এল ট্রাক, পিষে দিল ১০ জনকে
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement