‘বাংলাকে উত্তরপ্রদেশ ভাববেন না’, বিজেপিকে কটাক্ষ পার্থর

Last Updated:

উত্তরপ্রদেশের মত রাজ্যে মেরুকরণের রাজনীতি চলবে না ৷ সোমবার সাংবাদিক সম্মেলনে বিজেপিকে এভাবেই তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷

#কলকাতা: উত্তরপ্রদেশের মত রাজ্যে মেরুকরণের রাজনীতি চলবে না ৷ সোমবার সাংবাদিক সম্মেলনে বিজেপিকে এভাবেই তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় ৷
শীর্ষ আদালত এবং হাইকোর্টের সিঙ্গল বেঞ্চের রায়ে বাড়ানো হয়েছে মনোনয়ন জমা দেওয়ার দিন ৷ আজই ছিল মনোনয়ন জমা দেওয়ার সেই অতিরিক্ত দিন ৷ কিন্তু আজও জেলায় জেলায় হিংসা অব্যাহত ৷ গুলি থেকে বোমা ৷ বাদ পড়েনি কিছুই ৷ বিরোধী দলের কার্যালয়ে লক্ষ্য করে সমানে চলেছে ইটবৃষ্টি ৷ অভিযোগের তির শাসক দলের বিরুদ্ধেই ৷ আর এর পরেই মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায় ৷ তাঁর অভিযোগ, ‘সিপিএম এবং বিজেপি চক্রান্ত করে একজোট হয়ে বিজেপির হয়ে কথা বলছে ৷ কংগ্রেসও বিজেপির লেজ ধরে চলছে ৷’
advertisement
advertisement
শুধু বিজেপিকেই নয় ৷ সিপিএম এবং কংগ্রেসকেও এদিন একহাত নিলেন পার্থ চট্টোপাধ্যায় ৷ দেশের মধ্যে অন্যতম সংখ্যালঘু দল সিপিএম ৷ কেরল ছাড়া আর কোনও জায়গাতেই নিজেদের অস্তিত্ব ধরে রাখতে পারেনি তারা ৷ এই প্রসঙ্গেই তিনি বলেন, ‘ত্রিপুরা থেকে মুছে গিয়েও শিক্ষা নেই ৷’
advertisement
এদিন রাজ্য বিজেপি সভাপতি শাসকদলের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন, রাজ্যে এই মুহূর্তে নির্বাচনের পরিস্থিতি নেই ৷ জেলায় জেলায় আক্রান্ত হচ্ছেন বিরোধীরা ৷ দিলীপ ঘোষের এহেন অভিযোগকে তুড়ি মেরে উড়িয়ে দেন তৃণমূল মহাসচিব ৷ তিনি বলেন, ‘যা খুশি বলছেন দিলীপবাবু ৷ কখনও বলছেন শ্মশানে দেখা হবে ৷ কখনও বলছেন শ্মশানে দেখা হবে ৷’
advertisement
জেলায় জেলায় হিংসার খবর ইচ্ছেকৃতভাবেই রটানো হচ্ছে ৷ কারণ তারা প্রতিটি কেন্দ্রে প্রার্থী পাচ্ছেন না ৷ প্রার্থী না দিতেই পেরে পঞ্চায়েত ভোটে বিঘ্ন ঘটানোর চেষ্টা করছে তারা ৷ তাঁর মন্তব্য, সারা রাজ্য জুড়ে বিরোধীরা ৭৩% মনোনয়ন দিয়েছে ৷ যদি হিংসার খবর সত্যিই হত তাহলে কোনওভাবেই এত মনোনয়ন জমা পড়ত না ৷
advertisement
একইসঙ্গে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে রণক্ষেত্র পরিস্থিতির সৃষ্টি হয়েছে জেলায় জেলায় ৷ আর তা নিয়েই নির্বাচন কমিশনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে ফের আদালতের দ্বারস্থ হয়েছে বিজেপি ৷ এই নিয়েও বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের মহাসচিব ৷ এই প্রসঙ্গে সংবাদমাধ্যমের সমালোচনা করে তাঁর মন্তব্য, ‘তৃণমূলের জেরেই হিংসা ছড়াচ্ছে ৷ এমন অভিযোগ উঠছে বারবার ৷ কিন্তু তৃণমূলের ৫ কর্মীও খুন হয়েছেন ৷ সেদিকে কারোওর কোনও ভ্রুক্ষেপ নেই ৷’
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
‘বাংলাকে উত্তরপ্রদেশ ভাববেন না’, বিজেপিকে কটাক্ষ পার্থর
Next Article
advertisement
Park Street Hotel Incident: হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
হোটেলের ঘরে পচা গন্ধ, বক্স খাটের ভিতরে মিলল যুবকের দেহ! পার্ক স্ট্রিটে হাড় হিম করা ঘটনা
  • পার্ক স্ট্রিটের হোটেলে রহস্য৷

  • ঘরের বক্স খাটের ভিতরে যুবকের দেহ৷

  • খুন বলেই অনুমান পুলিশের৷

VIEW MORE
advertisement
advertisement