Brazil Argentina: বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকের হাতে খুন ব্রাজিল সমর্থক! আনন্দ বদলে গেল বিষাদে

Last Updated:

Brazil Argentina: হত্যাকাণ্ডের পর আর্জেন্টিনার সমর্থক ঘাতক কিশোর বরকত বেপারী (১৮) কে আটক করেছে মডেল থানা পুলিশ।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
#ঢাকা: ফুটবল জ্বরে কাঁপছে গোটা বিশ্ব। পিছিয়ে নেই বাংলাদেশও। ফুটবল বিশ্বকাপকে ঘিরে বাংলাদেশেও উন্মাদনার শেষ নেই। আর সেই সূত্রেই ঘটে গেল মর্মান্তিক এক ঘটনা। বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা নিয়ে বাকবিতণ্ডার জেরে ব্রাজিল সমর্থক এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বাংলাদেশের চাঁদপুরে। নিহত কিশোরের নাম মেহেদী হাসান (১৭)।
হত্যাকাণ্ডের পর আর্জেন্টিনার সমর্থক ঘাতক কিশোর বরকত বেপারী (১৮) কে আটক করেছে মডেল থানা পুলিশ। সোমবার রাতে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের দক্ষিণ নানুপুর এলাকায় এই হত্যাকাণ্ডটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এক বন্ধু ব্রাজিল সমর্থক, অপর বন্ধু আর্জেন্টিনার সমর্থক। রাতে ব্রাজিলের সমর্থকরা হেলাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান (১৭), আর্জেন্টিনার সাপোর্টার ফরিদ বেপারীর ছেলে বরকত বেপারী (১৮) বিশ্বকাপ খেলা নিয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে।
advertisement
advertisement
এক পর্যায়ে আর্জেন্টিনার সাপোর্টার বরকত বেপারী বন্ধু ব্রাজিলের সাপোর্টার মেহেদী হাসানকে ছুরি দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়দের সহায়তায় মেহেদী হাসানকে চাঁদপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
advertisement
এ ঘটনায় ঘাতক বরকতকে তার বাড়ি থেকে আটক করেছে পুলিশ। মেহেদী হাসানের বাবা হেলাল উদ্দিন জানায়, থানায় মামলা করা হয়েছে। ছেলের খুনির সর্বোচ্চ শাস্তি ফাঁসি চায় তাঁরা।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Brazil Argentina: বাংলাদেশে আর্জেন্টিনা সমর্থকের হাতে খুন ব্রাজিল সমর্থক! আনন্দ বদলে গেল বিষাদে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement