2022 Nobel Prize For Literature : সাহিত্যে নোবেল পুরস্কার পাচ্ছেন ফ্রান্সের অশীতিপর সাহিত্যিক অ্যানি এরনো
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
2022 Nobel Prize For Literature: ২০ টিরও বেশি বই লিখেছেন তিনি৷ সেগুলির মধ্যে অনেকগুলিই কয়েক দশক ধরে ফ্রান্সের বিভিন্ন স্কুলে পাঠ্য৷
স্টকহোম : এ বছর সাহিত্যে নোবেল পুরস্কারে ভূষিত হচ্ছেন ফরাসি লেখিকা অ্যানি এরনো৷ স্টকহোমে বৃহস্পতিবার এই পুরস্কার ঘোষণা করে সুইডিশ অ্যাকাডেমি৷ নোবেলজয়ী সাহিত্যিকের নাম প্রকাশ করে নোবেল পুরস্কার কমিটি জানিয়েছে ‘‘যে সাহস এবং বিশ্লেষণধর্মী তীক্ষ্ণ চিন্তাধারা দিয়ে তিনি শিকড়ের উৎস, অতীতের তিক্ততা, নিয়ন্ত্রিত ব্যক্তিগত আবেগকে প্রকাশ করেছেন, তারই স্বীকৃতি এই পুরস্কার৷’’
প্রসঙ্গত ফ্রান্সের দৈনন্দিন জীবনধারার সঙ্গে এরনোর একাত্মতা সব সময়েই প্রশংসিত হয়েছে সমালোচক মহলে৷ তাঁর লেখায় বার বার উঠে এসেছে লিঙ্গ, ভাষা ও শ্রেণীগত বৈষম্য৷ তবে সেই প্রকাশের ধরনের মধ্যে ছিল কুর্নিশযোগ্য ভারসাম্য৷ গোলাপ আঁকা কাচ বা হাস্যকর ভঙ্গি-কোনও মাধ্যমেই তিনি এই বৈষম্যকে তুলে ধরেননি৷ বরং তাঁর প্রকাশমাত্রা ছিল সম্ভ্রমপূর্ণ এবং অন্তরঙ্গ৷
advertisement
সুইডিশ টিভিতে এক সাক্ষাৎকারে অশীতিপর সাহিত্যিক এরনো জানিয়েছেন এই পুরস্কার তাঁর কাছে বড় সম্মান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব৷ ২০ টিরও বেশি বই লিখেছেন তিনি৷ সেগুলির মধ্যে অনেকগুলিই কয়েক দশক ধরে ফ্রান্সের বিভিন্ন স্কুলে পাঠ্য৷ আধুনিক ফ্রান্সের সামাজিক জীবন সূক্ষ্ম ও নিখুঁত আয়নায় তুলে ধরে তাঁর এই সাহিত্যসৃষ্টি৷
advertisement
advertisement
BREAKING NEWS: The 2022 #NobelPrize in Literature is awarded to the French author Annie Ernaux “for the courage and clinical acuity with which she uncovers the roots, estrangements and collective restraints of personal memory.” pic.twitter.com/D9yAvki1LL
— The Nobel Prize (@NobelPrize) October 6, 2022
advertisement
আরও পড়ুন : রসায়নের নোবেলে এ বার তিন বিজ্ঞানী, একজনের প্রাপ্তি এই নিয়ে দ্বিতীয়বার
প্রসঙ্গত বর্তমানে নোবেল পুরস্কারের অঙ্গ পদক এবং ১০ মিলিয়ন সুইডিশ ক্রোনার৷ মার্কিন ডলারের হিসেবে এই অঙ্ক ৯ লক্ষেরও বেশি৷ রীতি মেনে আগামী ১০ ডিসেম্বর রাজা কার্ল ষোড়শ গুস্তাফের হাত থেকে পুরস্কার গ্রহণ করবেন এরনো৷ ১৮৯৬ সালের এই দিনেই প্রয়াত হয়েছিলেন বিজ্ঞানী আলফ্রেড নোবেল৷ তাঁর নামেই নামাঙ্কিত এই পুরস্কার৷ ১৯০১ সাল থেকে শুরু করে এখনও পর্যন্ত মোট ১১৯ জন সাহিত্যিক এই সম্মানে ভূষিত হয়েছেন৷ তাঁদের মধ্যে অ্যানি এরনো ১৭ তম মহিলা সাহিত্যিক হিসেবে এই সম্মান পেতে চলেছেন৷ গত বছর সাহিত্যে নোবেল পেয়েছিলেন তাঞ্জানিয়ান বংশোদ্ভূত আব্দুলরাজাক গুরনাহ৷
advertisement
শুক্রবার অসলোতে ঘোষণা করা হবে এ বছরের নোবেল শান্তি পুরস্কার প্রাপকের নাম৷ সোমবার জানা যাবে অর্থনীতিতে পুরস্কারজয়ীর নাম৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 06, 2022 10:22 PM IST