Condom Sales Hike In Russia: যুদ্ধের মাঝেই রাশিয়ায় কনডোমের বিক্রি বাড়ল ১৭০%! কেন এমন চাহিদা, জানালেন বিজ্ঞানীরা

Last Updated:

Russia Ukraine War: রাশিয়ার ফার্মেসি সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, যুদ্ধের মধ্যে কনডোমের বিক্রি ২৬% বেড়েছে।

রাশিয়া ইউক্রেন যুদ্ধ
রাশিয়া ইউক্রেন যুদ্ধ
Condom Sales Hike In Russia: রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে চলতে থাকা যুদ্ধের মধ্যেই রাশিয়ায় ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে কনডোমের চাহিদা। কনডোমের বিক্রির এই আকস্মিক বৃদ্ধির পিছনে ভবিষ্যতে দাম বৃদ্ধির আশঙ্কা এবং পশ্চিমের দেশের নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট ঘাটতিকেই কারণ বলে মনে করছেন বিশ্লেষকরা। উল্লেখ্য, রাশিয়ার বৃহত্তম অনলাইন রিটেইলার ওয়াইল্ডবেরি, গত বছরের তুলনায় ২০২২ সালের মার্চ মাসের প্রথম দুই সপ্তাহে কনডোমের বিক্রিতে ১৭০% বৃদ্ধি রেকর্ড করেছে, বলেই জানিয়েছে মেট্রো।
রাশিয়ার ফার্মেসি সংস্থাগুলির তরফে জানানো হয়েছে, যুদ্ধের মধ্যে কনডোমের বিক্রি ২৬% বেড়েছে। সামগ্রিকভাবে কনডোমের বিক্রি ৩২% বেড়েছে এবং সুপারমার্কেটে বিক্রি ৩০% বেড়েছে। যুক্তরাজ্যের কোম্পানি রেকিট, ডুরেক্স এবং অন্যান্য ব্র্যান্ডের নির্মাতারা রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের ইউক্রেন আক্রমণের নিন্দা সত্ত্বেও দেশে উৎপাদন চালিয়ে যাচ্ছে। এরই মাঝে চাহিদার এই আকস্মিক বৃদ্ধি।
advertisement
advertisement
রাশিয়ার এক সেক্স শপের মালিক, ইয়েসেনিয়া শামোনিনা বলেন, “মানুষ ভবিষ্যতের জন্য কিনছে, আমরা দাম বাড়াতেও বাধ্য হয়েছি।” পশ্চিমের দেশগুলি রাশিয়ার উপর কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পরে অন্যান্য পণ্যের পাশাপাশি গর্ভনিরোধকের দামও বেড়েছে। শামোনিনা জানান, ব্র্যান্ডের উপর নির্ভর করে কনডোমের দাম ৫০% পর্যন্ত বেড়েছে। পশ্চিমের দেশের টাকার সাপেক্ষে রাশিয়ান রুবেলের মূল্য কমে যাওয়ায় কোম্পানিগুলো পণ্যের দাম বাড়াতে বাধ্য হয়েছে।
advertisement
উল্লেখ্য, এই বছরে মাত্র ৯ সপ্তাহে, রাশিয়ায় ১.৩ বিলিয়ন রুবেল মূল্যের ৪ মিলিয়নেরও বেশি কনডোম বিক্রি হয়েছে। স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, ১২, ১৮ এবং ৩০ পিসের প্যাকের চাহিদা সবচেয়ে বেশি। অন্যদিকে, থাইল্যান্ড, ভারত, দক্ষিণ কোরিয়া এবং চিনের মতো বৃহত্তম উত্পাদনকারী দেশগুলি রাশিয়ায় পণ্য সরবরাহ বন্ধ করেনি।
মস্কো এই পণ্যের জন্য অন্য দেশের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রতি বছর রাশিয়ায় প্রায় ৬০০ মিলিয়ন কনডোম আমদানি করা হয় এবং দেশে মাত্র ১০০ মিলিয়ন উত্পাদন হয়।
advertisement
অন্যদিকে, যৌনবিজ্ঞানী ইয়েভজেনি কালগাভচুক রাশিয়ান জনগণকে পশ্চিমের দেশগুলিতে উৎপন্ন পণ্যের পরিবর্তে বন্ধুত্বপূর্ণ দেশগুলির ‘ভাল কনডোম’ ব্যবহার করার আহ্বান জানিয়েছেন। কনডোমের ব্যাপক চাহিদার কারণে, রাশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রক বাধ্য হয়েই জানিয়েছে, কোনও দীর্ঘমেয়াদি সমস্যা হবে না এবং দোকানে স্যানিটারি প্যাড এবং শিশুর ডায়পারের যা স্টক রয়েছে তা তিন মাস চলবে। এই জাতীয় পণ্যের কোনও অভাব হবে না বলেও জানিয়েছে রাশিয়া।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Condom Sales Hike In Russia: যুদ্ধের মাঝেই রাশিয়ায় কনডোমের বিক্রি বাড়ল ১৭০%! কেন এমন চাহিদা, জানালেন বিজ্ঞানীরা
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement