Texas Flash Flood: হড়পা বানে বধ্যভূমি আমেরিকার টেক্সাস, মৃতের সংখ্যা ছাড়াল ৫০, এখনও নিখোঁজ, বহু চলছে উদ্ধারকাজ

Last Updated:

আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। রবিবার সকাল পর্যন্ত জলে ভেসে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে বলে খবর।

টেক্সাসে হড়পা বানে মৃত ৫০
টেক্সাসে হড়পা বানে মৃত ৫০
টেক্সাস: আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানে মৃতের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। রবিবার সকাল পর্যন্ত জলে ভেসে অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতদের মধ্যে ১৫ জন শিশু রয়েছে। একইসঙ্গে নিখোঁজের সংখ্যাও আরও বৃদ্ধি পেয়েছে। উদ্ধারকাজে নামানো হয়েছে আপৎকালীন পরিষেবা দফতরের মোট ৮৫০ জন কর্মীকে।
শুক্রবার থেকেই লাগাতার প্রবল বর্ষণে বিধ্বস্ত আমেরিকার টেক্সাসের বিস্তীর্ণ এলাকা। ওই প্রদেশের দক্ষিণ-পশ্চিমে গুয়াদুলুপে নদীতে হড়পা বান আসায় জলের তোড়ে ভেসে যান বহু মানুষ। শনিবার সংবাদসংস্থা থেকে জানা যায়, ২৪ জনের দেহ উদ্ধার হয়েছে। কিন্তু, বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে ভয়াবহ চিত্র সামনে আসতে শুরু করে। একইসঙ্গে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে মৃতের সংখ্যাও।
advertisement
advertisement
সপ্তাহান্তে ‘সামার ক্যাম্প’করতে নদীর ধারে ছিল স্কুলের ছাত্রীরা। জলের তোড়ে ভেসে যায় অনেকেই। খোঁজ পাওয়া যায়নি ২৭ জনের। ২৭ জন ছাত্রী ছাড়াও নিখোঁজ এখনও অনেকেই।
অন্যদিকে, বন্যার সতর্কতা সঠিকভাবে দেওয়া হয়নি সেই কথা স্বীকার করে নেওয়া হয়েছে টেক্সাস প্রশাসনের পক্ষ থেকে। এই প্রসঙ্গে টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট জানিয়েছেন, ইতিমধ্যেই হোয়াইট হাউসের কাছে এই বিপর্যয় পরিস্থিতি মোকাবিলার জন্য আর্জি জানানো হয়েছে। তাঁর আর্জি মেনে জরুরি পদক্ষেপের আশ্বাস দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Texas Flash Flood: হড়পা বানে বধ্যভূমি আমেরিকার টেক্সাস, মৃতের সংখ্যা ছাড়াল ৫০, এখনও নিখোঁজ, বহু চলছে উদ্ধারকাজ
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement