GBU 57 Bunker Buster Bomb: ওজন ৩০ হাজার পাউন্ড, মহাশক্তিশালী এই বোমা আছে শুধু আমেরিকার কাছে! ইরানে এবার GBU 57 ফেলবেন ট্রাম্প?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গোটা বিশ্বে একমাত্র আমেরিকার কাছে এই GBU 57 A/B Bunker Buster বোমা রয়েছে৷ শুধু তাই নয়, বিপুল ওজন এবং দানব মাপের এই বোমা বহন করে নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার জন্য যে বোমারু বিমান প্রয়োজন, সেই বি-২ স্টেলথ বোম্বারও রয়েছে আমেরিকার কাছে৷
ওয়াশিংটন: ইজরায়েল এবং ইরানের মধ্যে সংঘর্ষ ক্রমশ তীব্র আকার ধারণ করছে৷ ইরানে আকাশ পথে একের পর এক হামলা চালিয়েছে ইজরায়েল৷ পাল্টা তেল আভিভে মিসাইল হামলা করে পাল্টা জবাব দিয়েছে ইরানও৷ কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুমকি দেওয়ার পরই বিষয়টিতে অন্য মাত্রা যোগ হয়েছে৷ আমেরিকাও যে এবার ইজরায়েলের সঙ্গে হাত মিলিয়ে ইরানের উপরে হামলা চালাতে পারে, সেই সম্ভাবনা ক্রমশ জোরাল হচ্ছে বলেই মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেজ্ঞরা৷
এই পরিস্থিতিতে আমেরিকার হাতে থাকা মহাশক্তিশালী GBU 57 A/B Bunker Buster বোমা নিয়ে চর্চা শুরু হয়েছে৷ দুর্গম পাহাড়ে ঘেরা কিউওম শহরে ইরানের বহু চর্চিত গোপন পরমাণু কেন্দ্র ধ্বংস করতে আমেরিকা এই দানব বোমা ফেলবে কি না, তা নিয়েই এখন চলছে জল্পনা৷
ইরানের বিরুদ্ধে ইজরায়েলের অন্যতম প্রধান অভিযোগ, তেহরান পরমাণু অস্ত্র তৈরি করার কাজ শুরু করে দিয়েছে৷ আর তা আটকাতেই তারা ইরানে লাগাতার হামলা চালাচ্ছে বলে দাবি ইজরায়েলের৷ ইতিমধ্যেই ইরানের বেশ কয়েকটি পরমাণু কেন্দ্রকে নিশানাও করেছে ইজরায়েল৷
advertisement
advertisement
তবে ইরানের সবথেকে বড় পরমাণু কেন্দ্রটি রয়েছে কিউওম শহরে৷ পাহাড়ে ঘেরা দুর্গম এলাকায় ভূগর্ভস্থ এই ফোরডো পরমাণু কেন্দ্রে আকাশ পথে বা দূরপাল্লার মিসাইল ছুড়ে ভুগর্ভস্থ এই পরমাণু কেন্দ্রকে ধ্বংস করা কার্যত অসম্ভব৷ সেই অসম্ভব কাজটিই করতে পারে একমাত্র GBU 57 A/B Bunker Buster বোমা৷
advertisement
GBU 57 A/B Bunker Buster বোমা কী?
গোটা বিশ্বে একমাত্র আমেরিকার কাছে এই GBU 57 A/B Bunker Buster বোমা রয়েছে৷ শুধু তাই নয়, বিপুল ওজন এবং দানব মাপের এই বোমা বহন করে নিয়ে নির্দিষ্ট লক্ষ্যে আঘাত করার জন্য যে বোমারু বিমান প্রয়োজন, সেই বি-২ স্টেলথ বোম্বারও রয়েছে আমেরিকার কাছে৷ ফলে ইরানের ফোরডো পরমাণু কেন্দ্র ধ্বংস করার জন্য ইজরায়েলের ভরসা আমেরিকার এই দুই মহাঅস্ত্র৷
advertisement
GBU 57 A/B Bunker Buster বোমার ওজন প্রায় ৩০ হাজার পাউন্ড৷ এই বোমার দৈর্ঘ্য প্রায় ২০ ফুট৷ দানব এই বোমার ভিতরে প্রায় ৫০০০ পাউন্ড উচ্চ ক্ষমতাশালী বিস্ফোরক ঠাসা রয়েছে৷ মাটি ফুঁড়ে প্রায় ২০০ ফুট গভীরে গিয়ে ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটাতে সক্ষম এই দানব বোমা৷ আবার কংক্রিটের আস্তরণ ভেদ করেও প্রায় ৬০ ফুট ভিতরে প্রবেশ করতে পারে এই বোমা৷ যা অন্য কোনও সাধারণ বোমার পক্ষে সম্ভবই নয়৷ বিশেষ ধরনের শক্তিশালী স্টিলের মিশ্রণ দিয়ে এই বোমার আস্তরণ তৈরি হয়৷ ফলে নির্দিষ্ট লক্ষ্যে না পৌঁছনোর পর্যন্ত চারপাশের বিপুল চাপেও তা ফেটে যায় না৷ জিপিএস-এর সাহায্যে লক্ষ্য স্থির করে দেওয়ায় এই বোমা দিয়ে নিখুঁত লক্ষ্যভেদও সম্ভব৷ এমন কি দুর্গম পাহাড়ি এলাকাতেও বি-২ স্টেলথ বোম্বারের সাহায্যে এই বোমা নির্দিষ্ট লক্ষ্যে ফেলা সম্ভব৷
advertisement
কেন নজরে ফোরডো পরমাণু কেন্দ্র?
ইজরায়েলের অভিযোগ, কিউওম শহরের এই ফোরডো পরমাণু কেন্দ্রেই পরমাণু অস্ত্র তৈরির জন্য বিপুল পরিমাণে ইউরেনিয়াম উৎপাদন করছে ইরান৷ যদিও ইজরায়েলের এই অভিযোগ খারিজ করেছে ইরান৷
আমেরিকার মিসৌরির হোয়াইটম্যান এয়ার বেস থেকে ইতিমধ্যেই দুটি GBU 57 A/B Bunker Buster বোমা নিয়ে পরীক্ষামূলক ভাবে আকাশে উড়েছে৷ যার সম্মিলিত ওজন ৬০ হাজার পাউন্ড৷ যদিও ধরেও নেওয়া যায় আমেরিকা সত্যিই ইরানে GBU 57 A/B Bunker Buster বোমা ফেলবে, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ইরান পৌঁছতে প্রায় ১৫ ঘণ্টা সময় লাগবে বি-২ স্টেলথ বোমারু বিমানের৷
advertisement
ইতিমধ্যেই চলতি সংঘাতে ইজরায়েলের প্রতি আমেরিকার সমর্থন স্পষ্ট করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প৷ তবে ইজরায়েলকে GBU 57 A/B Bunker Buster বিমান দিয়ে আমেরিকা সাহায্য করবে কি না, সে সম্পর্কে তিনি কিছু বলেননি৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 18, 2025 4:43 PM IST