War in Ukraine: ভিটিবি-সহ চার রুশ ব্যাঙ্কের বাণিজ্যে নিষেধাজ্ঞা বাইডেনের, কড়া কথা রাশিয়াকে
- Published by:Uddalak B
- news18 bangla
Last Updated:
War in Ukraine:তিনি সাংবাদিকদের বলেন, রাশিয়া আগে থেকেই ভেবে নিয়ে হামলা করেছে। আগে থেকে পরিকল্পনা করে ইউক্রেনে (War in Ukraine) হামলা করেছে।
#নয়াদিল্লি: জরুরি ভিত্তিতে সাংবাদিকদের সামনে এসে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন জানালেন, আমেরিকা ইউক্রেনে রাশিয়ার ভূমিকাকে (War in Ukraine) মোটেই ভাল চোখে দেখছে না। সেই কারণেই রাশিয়ার বিরুদ্ধে সবরমক দিক থেকে লড়াই করার পরিকল্পনা করছে সে দেশ। বাণিজ্যিক দিক থেকে ও সামরিক দিক থেকে রাশিয়ার বিরুদ্ধে কথা বলবে আমেরিকা। বাইডেন বলেছেন, এই হামলার উত্তর না দিয়ে আমেরিকা থাকতে পারে না। আমেরিকা আজীবন স্বাধীনতার জন্য কথা বলবে, মুক্ত পৃথিবীর জন্য কথা বলবে। এ দিন বাইডেন ঘোষণা করেন, ভিটিবি-সহ রাশিয়ার চারটি ব্যাঙ্কের বাণিজ্য ও অর্থনৈতিক লেনদেনে নিষেধাজ্ঞা জারি করছে আমেরিকা। এটিকে পরিভাষায় স্যাংশন জারি করা বলা চলে।
আরও পড়ুন: বিদ্যুৎ ও ইন্টারনেটহীন, মুহুর্মুহু বিস্ফোরণের শব্দে আতঙ্কের প্রহর গুনছেন ইউক্রেনে আটকে পড়া ভারতীয়রা
তিনি সাংবাদিকদের বলেন, রাশিয়া আগে থেকেই ভেবে নিয়ে হামলা করেছে। আগে থেকে পরিকল্পনা করে ইউক্রেনে (War in Ukraine) হামলা করেছে। আমরা বারবার বলেছি,আলোচনার মাধ্যমে, বৈঠকের মাধ্যমে সমাধান করতে, কিন্তু তা করেনি রাশিয়া। উল্টে ইউক্রেনে হামলা চালিয়েছে। ইউক্রেনে সাইবার হামলাও চালানো হয়েছে। আন্তর্জাতিক শান্তির ভঙ্গ করা হয়েছে। আর যে মুহূর্তে আমেরিকার বলেছে, ইউক্রেনের পাশে আছে, সেই সময়েই রাশিয়া হামলা চালিয়েছে।
advertisement
আরও পড়ুন: মোদির কথা শুনে যুদ্ধ বন্ধ করতে পারে রাশিয়া, ভারতকে অনুরোধ ইউক্রেনের
বাইডেন রাশিয়াকে তীব্র সমালোচনা করে বলেছেন, পুতিন নিজে এই যুদ্ধকে বেছে নিয়েছেন। আমি আজ দুটি স্যাংসন ঘোষণা করছি। এতে রাশিয়ার অর্থনৈতিক ক্ষতি হবে। ইউরোপীয় ইউনিয়নের ২৭টি দেশ, জি-৭ দেশগুলিও এই বিষয়ে ঐক্যমতে পৌঁছে গিয়েছে। আমরা রাশিয়ার সমস্ত রকম বাণিজ্য়ের রাস্তা বন্ধ করে দেব। ইউরো, ডলার, পাউন্ডে কোনওরকম বাণিজ্য করা চলবে না। আমরা রাশিয়ার সর্বোচ্চ ব্যাঙ্কের বিরুদ্ধে এই ঘোষণা করছি। ভিটিবি-সহ চারটি ব্যাঙ্কের বিরুদ্ধে এই ঘোষণা করা হচ্ছে। রাশিয়া যা করেছে, তার ফল রাশিয়াকে ভুগতে হবেই। রফতানি বাণিজ্যও বন্ধ করে দেওয়া হবে। রাশিয়ার সাইবার হামলার উত্তর দিতে আমেরিকা তৈরি, এমনটাও বলেন বাইডেন।
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 25, 2022 12:35 AM IST