Coronavirus Outbreak in China: ফের চিনে ব্যাপক হারে ছড়াচ্ছে করোনাভাইরাস! গত ২ বছরে একদিনে সবচেয়ে বেশি কোভিড সংক্রমণ!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Lockdown in China: দেশব্যাপী ফের করোনা সংক্রমণ (Coronavirus Outbreak in China) বৃদ্ধির ফলে কর্তৃপক্ষ সাংহাইতে স্কুল বন্ধ করে দিয়েছে এবং উত্তর-পূর্বের বেশ কয়েকটি শহরে লকডাউন করেছে।
#বেইজিং: রবিবার ৩,৩৯৩ টি নতুন কোভিড-১৯ সংক্রমণের (Coronavirus Outbreak in China) খবর জানিয়েছে চিন! সে দেশের জাতীয় স্বাস্থ্য কমিশন সূত্রের খবর, গতবারের চেয়ে দ্বিগুণেরও বেশি এই সংক্রমণের পরিসংখ্যান। দেশব্যাপী ফের করোনা সংক্রমণ (Coronavirus Outbreak in China) বৃদ্ধির ফলে কর্তৃপক্ষ সাংহাইতে স্কুল বন্ধ করে দিয়েছে এবং উত্তর-পূর্বের বেশ কয়েকটি শহরে লকডাউন করেছে। চিনের প্রায় ১৯ টি প্রদেশ ওমিক্রন (Omicron variant) এবং ডেল্টা ভ্যারিয়েন্টের (Delta variants) প্রাদুর্ভাবে জেরবার। আংশিকভাবে লকডাউন করা হয়েছে জিলিন শহরে। আশেপাশের কয়েকশো এলাকা সিল (Lockdown in China) করে দেওয়া হয়েছে বলে রবিবার জানিয়েছেন এক কর্মকর্তা।
চিনে প্রথম করোনাভাইরাস (Coronavirus Outbreak in China) ধরা পড়েছিল দুই বছর আগে। সংক্রমণ ছড়িয়ে পরার সঙ্গে সঙ্গেই দ্রুত লকডাউন, ভ্রমণে নিষেধাজ্ঞা এবং কোভিড পরীক্ষার মাধ্যমে কঠোর ‘শূন্য-কোভিড’ নীতি বজায় রেখেছে এই দেশ। কিন্তু সম্প্রতি অত্যন্ত সংক্রমণযোগ্য ওমিক্রন ফের উদ্বেগ বাড়াচ্ছে এবং উপসর্গবিহীন এই সংক্রমণ বৃদ্ধি সাধারণ জীবনযাত্রাকে ফের ব্যহত করেছে।
advertisement
advertisement
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জিলিনের বাসিন্দারা ছয় দফায় গণ পরীক্ষা করিয়েছেন। রবিবার এই শহররে ৫০০ টিরও বেশি ওমিক্রন সংক্রমণ (New Covid 19 Cases In China) ধরা পড়েছে। প্রতিবেশী শহর চাংচুনে শুক্রবারই লকডাউন ঘোষণা করা হয়।
advertisement
“এই প্রাদুর্ভাব থেকে বোঝা যাচ্ছে ওমিক্রন ভ্যারিয়েন্টের (Omicron variant) বিস্তার গোপনে ঘটছে, এটি অত্যন্ত সংক্রামক, দ্রুত এবং প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা কঠিন,” রবিবার সাংবাদিকদের বলেন জিলিন প্রাদেশিক স্বাস্থ্য কর্মকর্তা ঝাং ইয়ান।
জিলিনের মেয়র এবং চাংচুন স্বাস্থ্য কমিশনের প্রধানকে শনিবার চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে বলেও জানিয়েছে রাষ্ট্রীয় গণমাধ্যম। সরকারি ঘোষণা অনুসারে, জিলিন প্রদেশের সিপিং এবং দুনহুয়ার ছোট শহরগুলিতে বৃহস্পতিবার এবং শুক্রবার লকডাউন ঘোষণা করা হয়।
advertisement
রাশিয়া এবং উত্তর কোরিয়ার সীমান্তবর্তী হুনচুন শহরে ১ মার্চ লকডাউন করা হয়েছে। সিনহুয়া শনিবার জানিয়েছে, কোভিড-১৯ রোগীদের চিকিৎসার (Coronavirus Outbreak in China) জন্য শহরে তিনটি অস্থায়ী হাসপাতাল তৈরি করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 13, 2022 10:38 AM IST