ভয়ানক রীতি ! স্তন যাতে না বাড়ে তাই বুকে ঘষে দেওয়া হয় গরম পাথর

Last Updated:
#লন্ডন: স্তন বাড়তে দেওয়া যাবে না ৷ কারণ মেয়েদের স্তনেই নাকি পুরুষের আকর্ষণের কেন্দ্রবিন্দু ৷ তাই স্তনের মাপ বাড়লে মেয়েরা নাকি হতে পারে ধর্ষণ বা অভ্যবতার শিকার ! এই ভাবনা থেকেই বাড়ন্ত বয়সে মেয়েদের বুকে ঘষে দেওয়া হয় গরম পাথর ৷ রীতিটি আফ্রিকার ৷ আফ্রিকান এই প্রথা ব্রেস্ট আইরনিং নামেই প্রচলিত ৷ তবে নিয়মিত এই ঘটনা ঘটছে উন্নতশীল দেশে ৷ লন্ডনে এমন ঘটনা ঘনঘন হচ্ছে বলেই চাঞ্চল্য ছড়িয়েছে ৷
একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা এই খবরটি প্রথম সামনে আনে ৷ তারাই জানায় লন্ডন, ইয়র্কশায়ার, এসেক্স, পূর্ব মিডল্যান্ডে আফ্রিকার এই প্রথা নিয়মিত হয়ে আসছে ৷ যেই সময় থেকে স্তনের বৃদ্ধি শুরু হয় অর্থাৎ ১১-১২ বছর, তখন থেকেই নিয়ম করে ছোট মেয়েদের বুকে মা বা মা স্থানীয় কেউ ঘষে দেন গরম পাথর ৷ এর ফলে শারীরিকভাবে মেয়েদের খুবই কষ্ট হয়, কিন্তু কিছুই করার থাকে না তাদের ৷ সপ্তাহে একদিন বা ১৫দিনে একদিন এভাবে বুকের ওপর গরম পাথর ঘষে দেন পরিবাররে সদস্যরা যাতে স্তনের টিস্যুগুলি ভেঙে যায় ৷ কোনভাবেই স্তন না বাড়ে ৷
advertisement
advertisement
বিশ্বে লিঙ্গ ভিত্তিক হিংসার যে যে ঘটনা কোনভাবে সামনে আসে না বা অভিযোগ দায়ের হয় না, এই রীতি তার মধ্যে অন্যতম ৷ ইতিমধ্যেই রাষ্ট্রপুঞ্জ এধরণের ঘটনাকে অপরাধ বলে চিহ্নিত করেছে ৷ পরিবারের থেকে এই রকম আচরণের ফলে শরীরে তো বটেই মনে গভীর ক্ষত তৈরি হয়, যা মানসিক ভারসাম্যকে টলিয়ে দিতে পারে ৷ আর শারীরিকভাবে ভয়ঙ্কর ইনফেকশন হতে পারে বুকে ৷ সন্তানকে স্তন্যপান করাতেও সক্ষম হন না এই সব মহিলারা ৷ এমনকী স্তন ক্যান্সারও হতে পারে ৷  এর বিরুদ্ধে অভিযোগ দায়ের হলেও তেমন কোন ব্যবস্থাই নেয়নি লন্ডন পুলিশ ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ভয়ানক রীতি ! স্তন যাতে না বাড়ে তাই বুকে ঘষে দেওয়া হয় গরম পাথর
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement