#কাবুল : খাবার, জ্বালানি ঢুকতে দিচ্ছে না তালিবানরা৷ একটি ট্যুইট বার্তায় জানালেন আফগানিস্তানের বর্তমান স্বঘোষিত কার্যনির্বাহী প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ (Acting President Amrullah Saleh) ৷ উত্তর বাঘলান প্রদেশের (Northern Baghlan Province) পঞ্জশিরের (Panjshir) প্রবেশপথ আনদারাব উপত্যকা (Andarab Valley) দখলে মরিয়া তালিবান গোষ্ঠী৷ এখানে তালিবানের বিরুদ্ধে আহমদ মাসুদের (Ahmad Massoud) নেতৃত্বে প্রতিরোধ বাহিনী গড়ে উঠেছে৷ রয়েছেন "অ্যাক্টিং" প্রেসিডন্টে আমরুল্লাহও৷
আফগানিস্তানের এই প্রদেশটিকে এখনও পর্যন্ত কব্জা করতে পারেনি তালিবান গোষ্ঠী ৷ প্রয়াত তালিবান-বিরোধী মুজাহিদিন নেতা আহমদ শাহ মাসুদের (Ahmad Shah Massoud) ছেলে আহমদ মাসুদ এখন তালিবানদের ঠেকাতে নিজস্ব বাহিনী তৈরি করেছেন ৷ তবে সেখানকার বর্তমান অবস্থা খুবই খারাপ ৷ সেই সঙ্কটজনক পরিস্থিতি প্রসঙ্গে আমরুল্লাহ একটি ট্যুইট করে লেখেন, "আনদারাব উপত্যকায় তালিবানরা খাবার আর জ্বালানি ঢুকতে বাধা দিচ্ছে ৷ এখানকার মানুষ চরম দুরবস্থায় রয়েছেন ৷ হাজার হাজার মহিলা আর শিশু পাহাড়ে পালিয়ে গিয়েছে ৷ গত দু'দিন ধরে তালিবানরা শিশু আর প্রাপ্তবয়স্কদের অপহরণ করে তাদের প্রতিটি বাড়ির দরজায় তল্লাশি চালানোর কাজে নিযুক্ত করেছে৷"
advertisement
Talibs aren't allowing food & fuel to get into Andarab valley. The humanitarian situation is dire. Thousands of women & children have fled to mountains. Since the last two days Talibs abduct children & elderly and use them as shields to move around or do house search.
এর আগে অবশ্য সালেহ তালিবানদের পঞ্জশির প্রবেশে হুঁশিয়ারি দিয়েছিলেন৷ রবিবার সালেহ একটি ট্যুইটে লেখেন, "পঞ্জশিরের প্রবেশপথ আনদারাব উপত্যকার জঙ্গলে তালিবানরা বিশাল বাহিনী নিয়ে আটকে রয়েছে ৷ ইতিমধ্যে প্রতিরোধ বাহিনী সালাং হাইওয়ে বন্ধ করে দিয়েছে ৷" তালিবানদের উদ্দেশে বার্তা দেন, "এই উপত্যকা এড়িয়ে যেতে হবে, তোমাদের দেখে নেব৷"
Talibs have massed forces near the entrance of Panjshir a day after they got trapped in ambush zones of neighboring Andarab valley & hardly went out in one piece. Meanwhile Salang highway is closed by the forces of the Resistance. "There are terrains to be avoided". See you.
অন্য দিকে রাষ্ট্রপুঞ্জের (UN) মানবাধিকার সংগঠনগুলি সতর্ক করেছে যে, তারা আফগানিস্তানে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় জিনিস সরবরাহ করতে পারছে না ৷ তিনি আর্জি জানিয়েছেন, এখুনি একটা "মানবিকতার উড়ান-সেতু" (Humanitarian airbridge) তৈরি করা দরকার, যাতে কোনও বাধাবিঘ্ন ছাড়া ওষুধ ও অন্যান্য জরুরি সামগ্রী ওই দেশে পাঠানো যায় ৷ হু-র (World Health Organisation) আঞ্চলিক অধিকর্তা (Regional Director) রিচার্ড ব্রেননানও (Richard Brennan) একই কথা জানিয়েছেন যে, ৫০০ টন ওষুধসামগ্রী এই সপ্তাহে দেশে পাঠানোর কথা ছিল ৷ কিন্তু সেটা সম্ভব হয়ে উঠছে না ৷
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.