Abu Dhabi Drone Attack: আবু ধাবি বিমানবন্দরের খুব কাছেই ভয়াবহ ড্রোন হামলা ! মৃত ২ ভারতীয় ও ১ পাকিস্তানি নাগরিক
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Abu Dhabi: Drone Strike At Airport, Followed By Fire | মৃতদের মধ্যে ২ জন ভারতীয় এবং ১ জন পাকিস্তানি নাগরিক বলে জানা গিয়েছে ৷
আবু ধাবি: আবু ধাবি বিমানবন্দরের কাছেই বড়সড় ড্রোন হামলা ! স্থানীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী এই হামলায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ৷ ৬ জন আহত ৷ মৃতদের মধ্যে ২ জন ভারতীয় এবং ১ জন পাকিস্তানি নাগরিক বলে জানা গিয়েছে (Abu Dhabi Drone Attack) ৷
Abu Dhabi police announced three deaths and 6 injures as a result of the drone attack near the airport. pic.twitter.com/8YK6h7jnTj
— Beirut007 (@Beirut_007) January 17, 2022
advertisement
advertisement
আবু ধাবির মুসাফাহ শিল্পাঞ্চলে এই ড্রোন হামলা হয়েছে ৷ তার থেকে আবু ধাবির রাজা বা প্রেসিডেন্সিয়াল প্রাসাদের দূরত্ব ২০ কিলোমিটার ৷ এবং ঘটনাস্থল থেকে মাত্র ১০ কিলোমিটার দূরেই মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব-সহ আরও বিভিন্ন দেশের দূতাবাস রয়েছে ৷
advertisement
হামলার দায় স্বীকার করে নিয়েছে ইয়েমেনের মদতপুষ্ট জঙ্গি গোষ্ঠী হাউথি (Houthi Movement)। বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন শেষপর্যন্ত নিয়ন্ত্রণে আসে। তবে বিমান ওঠানামায় কোনও সমস্যা হয়নি।
এর আগে ইয়েমেনের মদতপুষ্ট এই হাউথি জঙ্গি গোষ্ঠী সংযুক্ত আরব আমিরশাহির বেশ কয়েকটি তেলের খনিতে হামলা চালায় ৷ ফের একবার একই ধরনের নাশকতার ছক কষেছিল তারা ৷ এই জঙ্গি গোষ্ঠীর কার্যকলাপের জেরেই মধ্য প্রাচ্যের প্রায় সব দেশের সঙ্গেই সম্পর্ক অত্যন্ত খারাপ ইয়েমেনের ৷ ড্রোনের মাধ্যমেই যে সোমবার এই হামলা চালানো হয় আবু ধাবি বিমানবন্দর সন্নিহিত এলাকায়, সে ব্যাপারে নিশ্চিত আবু ধাবির পুলিশ ৷ প্রসঙ্গত, ২০১৫ সাল থেকেই সংযুক্ত আরব আমিরশাহী এবং ইয়েমেনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে শুরু করে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 17, 2022 5:20 PM IST