অসহ্য প্রসব বেদনা নিয়েই পরীক্ষা শেষ করলেন আইনের ছাত্রী, পরীক্ষার পর জন্ম দিলেন সন্তানের
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
সুস্থ ভাবে পরীক্ষা দিতে শুরু করলেও পরীক্ষা চলাকালীনই প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় তাঁর । কিন্তু সেই যন্ত্রণা সহ্য করেও নিজের পরীক্ষা শেষ করেন তিনি ।
#শিকাগো: কথায় বলে মেয়েদের কই মাছের জান । শত কষ্ট বুকে চেপে রেখেও কর্তব্যে অবিচল থাকে তাঁরা । মেয়েরা পারে না এমন কী আছে? তাঁরা একদিকে যেমন রাঁধে, তেমন চুলও বাঁধে । দিন দুয়েক আগেই সংবাদ মাধ্যমের পাতায় জ্বলজ্বল করে উঠেছিল উত্তরপ্রদেশের মহকুমা ম্যাজিস্ট্রেট সৌম্যা পান্ডের নাম । তিন সপ্তাহের সদ্যোজাত শিশুকে কোলে করেই যিনি অফিসের কাজ সামলাচ্ছেন । একদিকে তিনি মা, অন্যদিকে দায়িত্ববান অফিসারও ।
এ বার প্রায় একইরকম ঘটনা মিলিয়ে দিল উত্তরপ্রদেশ আর সুদূর শিকাগোকে । সেখানেও নিজের দায়িত্বে অবিচল থাকতে দেখা গেল শিকাগোর ল’ স্কুল লয়োলা ইউনিভার্সিটির ছাত্রী ব্রিয়ানা হিলসকে । একদিকে নিজের কেরিয়ার, পড়াশোনায় যথেষ্ট দায়িত্ববান তিনি, অন্যদিকে নতুন একটি প্রাণকে পৃথিবীর আলো দেখানোর গুরু দায়িত্বও রয়েছে তাঁর উপর । শেষ পর্যন্ত দু’টো কাজই যথাযথভাবে পালন করলেন ব্রিয়ানা ।
advertisement
Wife in labor but still running her surgical service. Stronger than I am! #ILookLikeASurgeon @NatalieADrucker pic.twitter.com/aQ25tL8Vid
— S. Keisin Wang (@SKeisinWang) October 5, 2020
advertisement
আইনের পরীক্ষা চলছিল ব্রিয়ানার । চলতি বছরের জুলাইয়ে হওয়ার কথা ছিল পরীক্ষাটি। কিন্তু প্যানডেমিকের কারণে তা পিছিয়ে যায়। শেষ পর্যন্ত পরীক্ষা শুরু হয় গত ৫ অক্টোবর। এ দিকে শেষ তিন মাসের গর্ভাবস্থা চলছে ব্রিয়ানার । তবু পরীক্ষায় বসার সিদ্ধান্ত নেন তিনি । সুস্থ ভাবে পরীক্ষা দিতে শুরু করলেও পরীক্ষা চলাকালীনই প্রসব যন্ত্রণা শুরু হয়ে যায় তাঁর । কিন্তু সেই যন্ত্রণা সহ্য করেও নিজের পরীক্ষা শেষ করেন ব্রিয়ানা । তারপর তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ফুটফুটে সুস্থ এক পুত্রসন্তানের জন্ম দেন তিনি । পরের দিনের পরীক্ষাও দেন হাসপাতালের বিছানায় শুয়েই ।
advertisement
ব্রিয়ানার এই সাহসিকতার কাহিনী সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই তা ভাইরাল হয়ে যায় । নেটিজেনরা আন্তরিক কুর্নিশ জানান লড়াকু এই মা’কে ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 14, 2020 12:54 PM IST