'আমেরিকার জন্য নতুন পাতা খুলল, মনের কথা বলে জো আর কমলা হ্যারিসকেই নির্বাচন করেছে দেশ' , ট্যুইটে শুভেচ্ছা হিলারির
- Published by:Elina Datta
- news18 bangla
Last Updated:
যা তিনি পারেননি, করে দেখিয়েছে বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস | উচ্ছ্বসিত হিলারি |
#ওয়াশিংটন: তিনি প্রাক্তনী, তিনি যা পারেননি তা করে দেখিয়েছে বাইডেন ও কমলা হ্যারিস ৷ আমেরিকার প্রেসিডেন্ট পদ ফের ডেমোক্র্যাটদের ৷ টানটান তিনদিনের উত্তেজনার অবসান ঘটিয়ে অবশেষে আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ ঘোষণা হতেই ট্যুইটে শুভেচ্ছাবার্তা ভেসে এল প্রাক্তনী হিলারি ক্লিন্টনের ৷
৪৫ তম প্রেসিডেন্ট পদের জনপ্রিয় দাবিদার ছিলেন এক সময়ের ফার্স্ট লেডি হিলারি ক্লিন্টন ৷ ২০১৬ সালে ট্রাম্পের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের বাজি ছিলেন হিলারি ৷ ট্রাম্পের থেকে জনপ্রিয়তায় ও ৩০ লক্ষ পপুলার ভোটে এগিয়ে থাকলেও, ডেমোক্র্যাটরা বড় প্রদেশে পিছিয়ে থাকায় ইলেকট্রোরাল নম্বরে হিলারির থেকে এগিয়ে প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প ৷ সেদিনের পরাজিত মানুষটি আজ সহকর্মী-বন্ধুদের জয়ে খুশি ৷
advertisement
সম্পূর্ণ গণনা শেষে নিশ্চিত ফলাফল ঘোষণার পরই প্রাক্তন প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি নিজের উচ্ছ্বাস চাপতে না পেরে ট্যুইটে লেখেন, ‘নিজের মনের কথা বলেছে আমেরিকা ৷ তারা বেছে নিয়েছে জো বাইডেন ও কমলা হ্যারিসকে ৷ আমেরিকার জন্য অবশেষে একটা নতুন পাতা খুলল ৷ ইতিহাস তৈরি করার মতো ঘটনা ৷ ট্রাম্পকে খারিজ করেছে আমেরিকা ৷ সবাইকে ধন্যবাদ যাদের কারণে আজকের এই দিনটা সম্ভব হল ৷’
advertisement
advertisement
The voters have spoken, and they have chosen @JoeBiden and @KamalaHarris to be our next president and vice president. It's a history-making ticket, a repudiation of Trump, and a new page for America. Thank you to everyone who helped make this happen. Onward, together. pic.twitter.com/YlDY9TJONs
— Hillary Clinton (@HillaryClinton) November 7, 2020
advertisement
প্রায় ৯০ ঘণ্টার অপেক্ষা শেষ হল শনিবার রাতে। হোয়াইট হাউস ছাড়তে হচ্ছে ডোনাল্ড ট্রাম্পকে। আমেরিকার ৪৬ তম প্রেসিডেন্ট হচ্ছেন জো বাইডেন। পেনসিলভ্যানিয়ায় টানটান লড়াইয়ে জিতে ধরাছোঁয়ার বাইরে বাইডেন। ২৭০-র ম্যাজিক ফিগার পেরিয়ে রাষ্ট্রপতি ডেমোক্র্যাট প্রার্থী।
মঙ্গলবার শুরু হয় ভোটগণনা। টানা ৪ দিন অপেক্ষা, টানটান উত্তেজনা, আইনি লড়াই, হুমকি, বিক্ষোভ আর জটিলতা কাটিয়ে স্পষ্ট হল প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল। ডোনাল্ড ট্রাম্পকে অনেকটা পিছনে ফেলে জয় ছিনিয়ে নিলেন জো বাইডেন। আমেরিকায় ৪৬ তম প্রেসিডেন্ট হিসাবে শপথ নিতে চলেছেন বাইডেন। জানুয়ারিতে শপথগ্রহণের পরই হোয়াইট হাউসের বাসিন্দা হবেন বাইডেন। তার আগেই তল্পিতল্পা নিয়ে সাদা বাড়ি ছাড়তে হবে ডোনাল্ড ট্রাম্পকে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2020 12:30 AM IST