৩৫ হাজার টাকার আলমারি কিনে মিলল কয়েক কোটি, দেখুন ভাইরাল ভিডিও

Last Updated:

‘গল্প হলেও সত্যি ’

#ক্যালিফোর্নিয়া : যখের ধনের গল্প আমরা সকলেই পড়েছি ৷ কখনও স্বপ্নে ভেবেছি সেই অতুল ঐশ্বর্য যদি পাওয়া যেত ৷ কিন্তু আপনার কপালে কি শিকে ছিঁড়েছে ৷ না কোনও ভাবেই ছেঁড়েনি ৷ আপনিও ভেবেছেন গল্পের বইয়ের জিনিস বইয়ের পাতাতেই থাকে ৷ তার বাইরে আসে না ৷
কিন্তু  এরকম ‘গল্প হলেও সত্যি ’ ঘটনা ঘটেছে এবং জাস্ট বলার জন্য যে কথাগুলো বলছি না তার প্রমাণও পাবেন যখন দেবেন সেই ভিডিও ৷ শিহরণ জাগবে নিঃসন্দেহে যখন দেখবেন কীভাবে মানুষ আলিবাবার খাজনার সন্ধান পায় ৷
মার্কিন টেলিভিশনের জনপ্রিয় শো স্টোরেজ ওয়ারস ৷ সেখানেই এই অবিশ্বাস্য ঘটনা ঘটেছে ৷ সেখানেই নিলাম থেকে ৫০০ ডলার ভারতীয় মুদ্রায় ৩৫ হাজার টাকার একটু বেশি দিয়ে একটি স্টোরেজ কেনেন মার্কিন দম্পতি ড্যান ডটসন ও লরা ৷
advertisement
advertisement
প্রথমে আলমারিটা কিনে তাঁরা লকারটি খুলতে পারছিলেন না ৷ তারপর আরও  একজনকে ডাকেন তাঁরা ৷ তিনি অনেক চেষ্টার পর ভিতরের লকারটি খুলতে পারেন ৷ খোলার পর যা দেখেন তাতে নিজেদের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না তাঁরা ৷ ভিতরে ভর্তি বান্ডিল বান্ডিল ডলার ৷ হিসেব করে দেখা যায় ৭.৫ মিলিয়ন ডলার পেয়েছেন তাঁরা ৷ ভারতীয় মুদ্রায় যা ৫৩ কোটি টাকার চেয়ে একটু বেশি ৷
advertisement
তারপর নিজেদের টুইট হ্যান্ডেলে ওই স্টোরেজের ভিডিওয় পোস্ট করেছেন মার্কিন দম্পতি ৷
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
৩৫ হাজার টাকার আলমারি কিনে মিলল কয়েক কোটি, দেখুন ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement