#ওয়াশিংটন: শিরোনাম পড়ে নিশ্চয়ই ভাবছেন, এ আবার কেমন কথা? সূর্যের ১০ বছরের সময়ের ঘাটতি এর মানেটা কি? আপনার এই প্রশ্নের উত্তর রয়েছে নাসার তরফ থেকে প্রকাশ করা এক ভিডিও-র মধ্যেই ৷
নাসা সম্প্রতি একটি ভিডিও প্রকাশ করেছে যা কিনা বেশ বিরল ৷ নাসার তরফ থেকে জানানো হয়েছে ৷ এটাই নাকি এখনও পর্যন্ত সূর্যের সবথেকে কাছের ভিডিও বা ছবি ৷
আ ডিকেড অফ সান নামে একটি ভিডিও সম্প্রতি নাসার তরফ থেকে শেয়ার করা হয়েছে তাদের সোশ্যাল মিডিয়ার পেজে ৷ সেই ভিডিও অনুযায়ী মাত্র ১ ঘন্টায় ১০ বছরের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সূর্য।এই দৃশ্য ধরা পড়েছে নাসার এসডিও উপগ্রহে। পৃথিবীকে পরিক্রমার করার সময় সূর্যের নানা মুহূর্তের ছবি প্রায় ৪২৫ মিলিয়ন রেজোলিউশনে তোলা হয়েছে।
নাসার বিজ্ঞানীরা মনে করছেন করেছেন ১১ বছরের কাজ ১ ঘন্টায় করছে সূর্য। এই ভিডিও দেখে বিজ্ঞানিরা অনুমান করেছে, ১১ বছর অন্তর সূর্যের চৌম্বক ক্ষেত্র স্থান পরিবর্তন করে থাকে । উত্তর ও দক্ষিণ মেরু জায়গা বদল করে। সেখানে সেই চক্রে ৬১ মিনিটের মধ্যে প্রায় এক দশকের কাজ করে ফেলেছে সূর্য।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: NASA