Viral Video: ইনি কলম্বিয়ার ১ নম্বর ড্রাগ মাফিয়া, শুক্রবার যা করলেন, সেই ভিডিও গোটা বিশ্বে ভাইরাল!
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Viral Video: জুয়ান কাস্ত্রো, যিনি 'মাতাম্বা' নামেও পরিচিত, শুক্রবার ভোরে পালিয়ে যান জেল থেকে। তারপর থেকেই পলাতক রয়েছেন তিনি। ২০২১ সালের মে মাস থেকে কারাগারে ছিলেন তিনি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের অপেক্ষায় ছিলেন।
#কলম্বিয়া: শুক্রবার কলম্বিয়ার একজন ড্রাগ ব্যবসায়ী সর্বোচ্চ নিরাপত্তাযুক্ত কারাগার থেকে পালিয়ে গিয়েছেন। আর সেই ঘটনাটি নজরদারি ক্যামেরায় ধরা পড়েছে। কুখ্যাত গাল্ফ ক্ল্যান ড্রাগ কার্টেলের অন্যতম নেতা হুয়ান কাস্ত্রো, একজন গার্ডের ইউনিফর্ম পরে বোগোটার লা পিকোটা জেল থেকে বেরিয়ে যান। জানা গিয়েছে, ওই ড্রাগ ব্যবসায়ীকে পালাতে সহায়তা করার জন্য একজন কারারক্ষীকে গ্রেফতার করা হয়েছে।
🔴 En los videos se aprecia al poderoso narcotraficante salir por una reja que le deja abierta un inspector de apellido Jiménez ► https://t.co/66DoBnmIKk 📹: cortesía. pic.twitter.com/2iTgOgZYgQ
— EL TIEMPO (@ELTIEMPO) March 20, 2022
advertisement
জুয়ান কাস্ত্রো, যিনি 'মাতাম্বা' নামেও পরিচিত, শুক্রবার ভোরে পালিয়ে যান জেল থেকে। তারপর থেকেই পলাতক রয়েছেন তিনি। ২০২১ সালের মে মাস থেকে কারাগারে ছিলেন তিনি এবং মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যার্পণের অপেক্ষায় ছিলেন। কলম্বিয়ার জেলের তরফে প্রকাশিত সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, খোলা রেখে যাওয়া একটি দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছেন জুয়ান কাস্ত্রো। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, মাতাম্বা সাতটি দরজা দিয়ে হেঁটে কোন বাধা ছাড়াই পালাতে সক্ষম হন। তিনি একটি হুডযুক্ত জ্যাকেট পরেছিলেন, যা তার মুখ ঢেকে রেখেছিল।
advertisement
ন্যাশনাল পেনিটেনশিয়ারি এবং প্রিজন ইনস্টিটিউটের পরিদর্শক মিল্টন জিমেনেজকে কাস্ত্রোকে পালাতে সাহায্য করার জন্য গ্রেফতার করা হয়েছে। তিনি পাঁচটি মনিটরিং চেক পয়েন্ট পেরিয়ে যেতে মাদক মালিককে সাহায্য করেছিলেন বলে জানা গিয়েছে। স্থানীয় সংবাদপত্র এল টিম্পোর একটি প্রতিবেদনে বলা হয়েছে, কাস্ত্রো শুক্রবার বেলা সাড়ে বারোটার সময় তার সেলে ফিরে আসেন। এরপর তিনি গার্ডের পোশাক পরে কারাগার থেকে পালিয়ে যান। প্রতিবেদনে আরও লেখা হয়েছে, ওই ব্যবসায়ী সর্বোচ্চ নিরাপত্তার কারাগার থেকে পালানোর জন্য ৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছেন।
advertisement
এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে কারা পরিচালক ও অন্য ৫৫ রক্ষীকে বরখাস্ত করা হয়েছে। প্রসঙ্গত, জুয়ান কাস্ত্রো অন্তত ১২ বার গ্রেফতার হয়েছেন এবং এর আগে দুবার জেল থেকে পালিয়েছেন। ২০১৮ সালে, তিনি কারাগার থেকে চিকিৎসার জন্য ছুটিতে থাকাকালীন নিজের মৃত্যুর নাটকও করেছিলেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2022 2:45 PM IST