Latest Bangla News: বগটুইয়ে যখন ঘর ছাড়ার তাড়া, ঠিক উল্টো ছবি ভাঙড়ে! কী ব্যাপার?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Latest Bangla News: দীর্ঘ দেড় বছর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানার পুলিশ।
#ভাঙড়: একদিকে যখন রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়ানোর কারণে গ্রাম ছাড়ছেন রামপুরহাটের বগটুইয়ের বহু মানুষ, তখন ঠিক উল্টো ছবি দেখা গেল ভাঙড়ে। দীর্ঘ দেড় বছর বাড়ি থেকে নিখোঁজ হয়ে যাওয়া এক যুবককে উদ্ধার করে পরিবারের হাতে তুলে দিল দক্ষিণ ২৪ পরগনার কাশিপুর থানার পুলিশ।
সুমন দে নামে বছর তিরিশের ওই যুবক মানসিক ভারসাম্যহীন। রামপুরের বাসিন্দা ওই যুবক দেড় বছর আগে বাড়ি থেকে নিখোঁজ হয়ে যায়। মঙ্গলবার তাঁকে ভাঙরের কাশিপুর থানার অন্তর্গত খামারআইট গ্রাম থেকে উদ্ধার করে কাশিপুর থানার পুলিশ। পুলিশের তরফে স্থানীয় থানায় খবর দিলে বুধবার সকালে পরিবারের লোকেরা কাশিপুর থানায় আসেন।
advertisement
advertisement
পুলিশের তরফে ওই যুবককে তুলে দেওয়া হয় পরিবারের হাতে। একদিকে যখন রাজনৈতিক সংঘর্ষে উত্তেজনা ছড়ানোর কারণে গ্রাম ছাড়ছেন রামপুরের বহু মানুষ, তখন ঠিক উল্টো ছবি দেখা গেল এখানে। পরিবারের হারিয়ে যাওয়া সদস্যকে ফিরে পেয়ে যথেষ্ট খুশি সুমনের পরিবারের সদস্যরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 23, 2022 2:26 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Latest Bangla News: বগটুইয়ে যখন ঘর ছাড়ার তাড়া, ঠিক উল্টো ছবি ভাঙড়ে! কী ব্যাপার?